tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
সারাদেশ প্রকাশনার সময়: ১৫ অক্টোবর ২০২৪, ১৫:০০ পিএম

কাউনিয়া আলোর বাহনের নতুন কমিটি: সভাপতি সুজন , সেক্রেটারি আসাদ


bfc38bbc-d7e9-42c6-9429-43f65782c19e

কাউনিয়ার ঐতিহ্যবাহী সামাজিক ও সেচ্ছাসেবি সংগঠন আলোর বান এর ২০২৪ সালের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।


সোমবার (১৪ অক্টোবর) আলোর বাহ‌নের উপ‌দেষ্টা আকরাম হো‌সেন ও প্রতিষ্ঠাতা শহীদার রহমান শহীদ স্বাক্ষ‌রিত ক‌মি‌টি‌‌ প্রকাশ করা হয়।

প্রকা‌শিত ক‌মি‌টিতে সভাপতি হি‌সে‌বে সুজন আব্দুল্লাহ, সাধারন সম্পাদক মোঃ আসাদ হো‌সেন‌ ও সাংগঠনিক সম্পাদক ‌হি‌সেব‌ে আহসান হাবিব বিপ্লবকে দা‌য়িত্ব প্রদ‌ান করা হ‌য়ে‌ছে।

৩৩ সদস‌্য বি‌শিষ্ট‌্য ক‌মি‌টি‌তে সহ- সভাপতি হি‌সে‌বে রাহেবুল ইসলাম ও এম এ মানিক পা‌টোয়ারী, যুগ্ম সাধারন সম্পাদক শহীদার রহমান শহীদ (প্রতিষ্ঠাতা) ও শাহ‌ীন আলম, সহ- সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম ও রাশেদুল ইসলামকে ঘোষনা করা হ‌য়ে‌ছে।

আ‌লোর বাহ‌নের প্রতিষ্ঠাতা জানান, ২০১৯ সা‌লে প্রতি‌ষ্ঠিত হ‌লেও এবারই তারা পূর্নাঙ্গ কমিটি ঘোষনা কর‌লেন।

এছাড়াও ক‌মি‌টি‌তে অর্থ সম্পাদক ডা: শাহাব উ‌দ্দিন, ধর্ম সম্পাদক হাফেজ আল-আমিন, অফিস সম্পাদক আব্দুল্লাহ হীল কাফি, প্রচার ও বিতর্ক সম্পাদক সৈয়দ মাহদী আল হাসান, স্বাস্থ‌্য বিষয়ক সম্পাদক আব্দুর র‌হিম রিফাত, ক্রীড়া সম্পাদক শিমুল ইসলাম, সা‌হিত‌্য সম্পাদক মু‌হিবুল্লাহ মু‌হিব ও সংস্কৃ‌তি সম্পাদক জুল‌ফিকার নিরব‌কে করা হ‌য়ে‌ছে।

ক‌মি‌টি‌তে সহ-সম্পাদক হি‌সে‌বে আছেন আল হা‌বিব রমজান, শ‌ফিকুল ইসলাম, র‌বিউল ইসলাম রাব্বি, ফয়সাল আহ‌মেদ বাবু ও সাজ্জাদ হো‌সেন শামিম।

কার্য‌নির্বাহী সদস্য করা হ‌য়ে‌ছে মাহবুর রহমান, ইয়ামিন মাওলা , বাবু মিয়া, আসাদুল্লাহ আল ফয়সাল, রু‌বেল মিয়া, ইব্রাহিম খলিল , ইয়া‌ছিন হাসান, মাইনুল ইসলাম মাসুদ, রা‌কিবুল ইসলাম আরিফ, খা‌লিদ হাসান খোকন ও সাবলু মিয়া।

এফএইচ