tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ২৬ ডিসেম্বর ২০২২, ১৫:৪৫ পিএম

দেশের মানুষ আজ কথা বলার স্বাধীনতা চায়: মঈন খান


y

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেছেন, দেশের মানুষ আজ চিন্তার স্বাধীনতা চায়, কথা বলার স্বাধীনতা চায়।


সোমবার (২৬ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে নেতা-কর্মীদের মুক্তির দাবিতে রাশেদ ইকবাল খান মুক্তি পরিষদ আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

মঈন খান বলেন, দেশে সাধারণ মানুষ থেকে শুরু করে আন্তর্জাতিক মহল পর্যন্ত জেনে গেছে দেশ আজ কত সংকটে।

তিনি বলেন, ক্ষমতাসীনরা বলেন তারা নাকি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। আমি বলি, যে দল গণতন্ত্রে বিশ্বাস করেনা তারা কিভাবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হয়?

তিনি আরও বলেন, তারা (আওয়ামী লীগ) বলেন বিএনপির আমলেও নাকি বিরোধী দলের ওপর নির্যাতন করা হয়েছে। আজ আমাদের নেত্রীর বিরুদ্ধে ৩১টি মামলা, মহাসচিবের বিরুদ্ধে ৮৪ টি। বিএনপির আমলে তো তাদের নেত্রী বা সাধারণ সম্পাদকের বিরুদ্ধে একটি মামলাও করা হয়নি।

বিএনপি নেতা বলেন, জোর করে দিনের ভোট রাতে নেওয়া যায়। জোর করে রাতের আধারে নিরাপদ মানুষকে বাসা থেকে তুলে নেওয়া যায়, কিন্তু মানুষের হৃদয় পাওয়া যায় না।

প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, আজিজুল বারী হেলাল, আবদুল কাদির ভুইয়া প্রমুখ।

এমআই/নিজস্ব প্রতিবেদন