পাকিস্তানে ভোট শেষের ৪৮ ঘণ্টায়ও মেলেনি সব কেন্দ্রের ফল
Share on:
নানা জল্পনা-কল্পনা আর সংঘাত বর্জনের অভিযোগের মধ্য দিয়ে গত ৮ ফেব্রুয়ারি শেষ হয়েছে পাকিস্তানের জাতীয় নির্বাচন। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষে পার হয়েছে ৪৮ ঘণ্টা। তারপরও মেলেনি সব কেন্দ্রের ফলাফল।
যদিও এই ফলাফল বিভিন্ন গণমাধ্যম তুলে ধরেছে বিভিন্ন তথ্যচিত্রে। পাকিস্তানভিত্তিক জিও টিভি ও সামা টিভি এবং কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার তথ্য অনুযায়ী এখনও পায় ১০টি আসনের ফলাফল ঘোষণা হতে বাকি।
পাকিস্তানে প্রতিটি ভোটার দুটি ভোট দিতে পারেন। এর একটি জাতীয় পরিষদের জন্য এবং অন্যটি প্রাদেশিক পরিষদের জন্য। জাতীয় পরিষদে ৩৩৬টি আসন রয়েছে। এরমধ্যে ২৬৬টিতে সরাসরি ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হন। বাকি আসনগুলোর মধ্যে ৬০টি আসন নারীদের ও ১০টি সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত। সংরক্ষিত এসব আসনে ফেডারেল পার্লামেন্টে পাঁচ শতাংশ আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে বরাদ্দ করা হয়। সরকার গঠনের জন্য একটি দল বা জোটের ১৩৪টি আসন প্রয়োজন। যদিও এবারের নির্বাচনে একটি আসন স্থগিত রেখে ২৬৫ আসনে ভোটগ্রহণ করা হয়।
জিও টিভি বলছে, স্থানীয় সময় বিকেল ৫টা ১৯ মিনিট পর্যন্ত ২৬৫টি আসনের মধ্যে ২৫১টি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এরমধ্যে স্বতন্ত্রপ্রার্থীরা ১০০টি আসনে জয়লাভ করেছে। অন্যদিকে, পিএমএল-এন ৭৩টি আসন পেয়েছে। আর পিপিপি ৫৪টি, এমকিউএম-পি ১৭টি, আইপিপি তিনটি এবং পিএমএল ও জেইউআই দুটি করে মোট চারটি এবং এমডাব্লিউএম একটি আসন পেয়েছে।
সামা টিভিতে প্রচারিত লাইভ চার্ট বলছে, মোট ২৫৩টি আসনের ফলাফল প্রকাশ হয়েছে। অর্থাৎ, বাকি আছে এখনও ১০টি আসনের ফলাফল। প্রকাশিত ফলাফলে দেখা যায়, স্বতন্ত্রপ্রার্থীরা পেয়েছে ১০০টি আসন। নওয়াজ শরীফের পিএমএলএন ৭১টি, পিপিপিপি ৫৪টি, আইপিপি দুটি, জেইউআইপি তিনটি, এমকিউএমপি ১৭টি, পাকিস্তান মুসলিম লিগ তিনটি, ন্যাশনাল আওয়ামী পার্টি পাকিস্তান, মজলিস ওয়াহদাত মুসলিমি, পিএমএল জিয়া একটি আসনে জয়লাভ করেছে। এ ছাড়া একটি আসনে ভোট স্থগিত হয়েছে।
এদিকে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার চার্ট বলছে, দেশটিতে এখন পর্যন্ত ২৪৬টি আসনের ফলাফল প্রকাশ হয়েছে। একটি স্থগিত আসন বাদে তাদের হিসাবে এখনও ১৮টি আসনের ফলাফল মেলেনি। বলা হয়েছে, পিটিআই সমর্থিতরা এখন পর্যন্ত ৯৩টি আসনে জয়লাভ করেছে। অন্যদিকে পিপিপি পেয়েছে ৫৩টি আসন আর পিএমএলএন পেয়েছি ৯৩টি। এ ছাড়া অন্যান্য হিসেবে গণমাধ্যমটি দেখিয়েছে ২৯টি আসন।
এসএম