tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ২৬ অগাস্ট ২০২৪, ১৯:৪৪ পিএম

প্রধান উপদেষ্টার প্রতিশ্রুত রূপকল্পের অপেক্ষায় আছে জাতি: এবি পার্টি


monju_20240826_173235603

জাতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের প্রতিশ্রুত রূপকল্পের অপেক্ষায় আছে বলে জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।


সোমবার (২৬ আগস্ট) বিকেলে বিজয় নগরস্থ এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে দলের যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডা. মেজর (অবঃ) আব্দুল ওহাব মিনার ও অ্যাডভোকেট তাজুল ইসলাম গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এ সময় উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, কেন্দ্রীয় কমিটির সদস্য লে. কর্নেল (অবঃ) হেলাল উদ্দিন, প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, সিনিয়র সহকারী সদস্য সচিব এবিএম খালিদ হাসান ও মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন।

মজিবুর রহমান মঞ্জু বলেন, প্রধান উপদেষ্টার বক্তব্য কিছুটা বিলম্বিত হলেও ইতিবাচক মনে হচ্ছে। তিনি বলেন, বর্তমান সরকার একটি ঐতিহাসিক ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে গঠিত, যা অতীতের সকল সরকারের চেয়ে ভিন্ন। তবে, আওয়ামী ফ্যাসিবাদের কারণে সরকারের ওপর অনেক চ্যালেঞ্জ রয়েছে। তিনি বলেন, রাষ্ট্র সংস্কার এবং মেরামতের জন্য ছাত্র-জনতার যে স্বপ্ন রয়েছে, তা বাস্তবায়ন না হলে জাতি আমাদের ক্ষমা করবে না।

নেতারা উদ্বেগ প্রকাশ করেন যে, ভয়াবহ বন্যা, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমের অভাব এবং রহস্যজনক সহিংস আন্দোলন সরকারকে বিব্রত করতে পারে। তারা দাবি করেন, রাজনৈতিক দলের সঙ্গে সমন্বয় না হলে গভীর সংকট তৈরি হতে পারে এবং প্রধান উপদেষ্টাকে দ্রুত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরুর আহ্বান জানান।

আসাদুজ্জামান ফুয়াদ বলেন, প্রধান উপদেষ্টার বক্তব্যে একটি ভিশনারী ধারণা রয়েছে এবং আশা করা হচ্ছে তিনি রাজনৈতিক দলের সঙ্গে সমন্বয় করে বাস্তবিক পদক্ষেপ গ্রহণ করবেন।

অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, আন্দোলনের জন্য জনগণের অধিকার রয়েছে, কিন্তু বিপ্লবী সরকারের প্রতি কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না। তিনি পল্লীবিদ্যুৎ কর্মচারীদের আন্দোলনের বিষয়ে সরকারকে সতর্ক থাকার পরামর্শ দেন এবং আন্দোলনকারীদের গণতান্ত্রিক পন্থায় দাবির প্রতি আহ্বান জানান।

আব্দুল ওহাব মিনার সরকারকে উদারতার পরিচয় দেওয়ার জন্য প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন তারা বন্যার্তদের পুনর্বাসনে যথাযথ ভূমিকা পালন করবেন। তিনি সংবাদ সম্মেলনে উপস্থিত সকল সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে সভা সমাপ্ত করেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির সহকারী সদস্য সচিব এম আমজাদ খান, মহানগর উত্তরের সদস্য সচিব সেলিম খান, ছাত্রপক্ষের আহ্বায়ক মোহাম্মদ প্রিন্স, যুবপার্টি মহানগর দক্ষিণের আহ্বায়ক তোফাজ্জল হোসেন রমিজ, এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সদস্য সচিব কেফায়েত হোসেন তানভীর এবং অন্যান্য নেতারা।

এনএইচ