‘জামায়াত পুলিশের ওপর হামলা করেছে’ মর্মে প্রচারিত সংবাদের নিন্দা জানিয়ে জামায়াতের বিবৃতি
Share on:
কয়েকটি গণমাধ্যমে ‘জামায়াত পুলিশের ওপর হামলা করেছে’ মর্মে পুলিশের উদ্ধৃতি দিয়ে যে বক্তব্য প্রচারিত হচ্ছে, তার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মা’ছুম।
শুক্রবার (৩০ ডিসেম্বর) দেয়া ওই বিবৃতিতে তিনি বলেন, ‘পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর গণমিছিলের আয়োজন করেছে। কিন্তু জামায়াতে ইসলামীর শান্তিপূর্ণ মিছিলের শুরুতেই পুলিশ বাধা দেয়। একপর্যায়ে পুলিশ মিছিলকারীদের ওপর হামলা করে। লাঠিচার্জ ও টিয়ারসেল নিক্ষেপ করে। এতে শতাধিক নেতাকর্মী আহত হন। পুলিশের নিক্ষিপ্ত রাবার বুলেটে একজন মাথায় আঘাতপ্রাপ্ত হন। এছাড়া টিয়ারসেল ও রাবার বুলেটের আঘাতে পাঁচজনের অবস্থা গুরুতর।’
বিবৃতিতে এ টি এম মা’ছুম বলেন, ‘জামায়াত পুলিশের ওপর হামলা করেছে, এ কথা সঠিক নয়। রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীর সাথে জামায়াতের কোনো বিরোধ নেই। সুতরাং পুলিশের ওপর হামলা করার প্রশ্নই আসে না। জামায়াতের কোনো নেতাকর্মী পুলিশের ওপর হামলা করেনি। জামায়াতকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করা ও চলমান গণআন্দোলনকে ভিন্ন দিকে প্রবাহিত করার লক্ষ্যে ‘জামায়াত পুলিশের ওপর হামলা করেছে’ মর্মে অপপ্রচার চালানো হচ্ছে। আমরা এ অপপ্রচার চালানো থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।’ প্রেস বিজ্ঞপ্তি
এমআই