৯৫ তম অস্কারের সেরা গান তেলেগু ভাষার ‘নাটু নাটু’
Share on:
চলচ্চিত্র জগতের সবচেয়ে অভিজাত পুরস্কার অস্কার। এবার ৯৫ তম আসরে সেরা গানের পুরস্কার জয় করলো তেলেগু ভাষায় গান ‘নাটু নাটু’।
সোমবার (১৩ মার্চ) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে এ পুরস্কার ঘোষণা করা হয়।
যুক্তরাষ্ট্রের সময় ১২ মার্চ রাত ৮টায় (বাংলাদেশ সময় ১৩ মার্চ ভোর ৬টা ) এ থিয়েটারে ২৩টি শাখায় পুরস্কার বিতরণের আয়োজন শুরু হয়েছে।
এস এস রাজামৌলির সিনেমাটি আরআরআর-এর এই গানটি গোল্ডেন গ্লোবের পর এবার অস্কার জয় করলো।
গত বছর মুক্তির পরই দক্ষিণ ভারতীয় সিনেমাটির নাটু নাটু গানটি বিশ্বজুড়ে আলোড়ন তোলে।
গানটি কম্পোজ করেছেন প্রবীণ সংগীত পরিচালক এমএম কিরাভানি, গেয়েছেন রাহুল সিপলিগুঞ্জ ও কলা ভৈরব। গানের তালে পারফর্ম করেন এন টি আর জুনিয়র ও রাম চরণ।
প্রসঙ্গত, এবার অস্কার সঞ্চালনা করছেন জিমি কিমেল। এভরিথিং এভরিহয়্যার অল আর্ট সিনেমার জন্য সেরা পরিচালকের পুরস্কার পান ড্যানিয়েল কোয়ান ও ড্যানিয়েল শাইনার্ট।
এন