tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জীবনযাপন প্রকাশনার সময়: ০৫ অক্টোবর ২০২৪, ১৩:০৮ পিএম

বৃষ্টির দিনে রাধুন চিকেন ঘি রোস্ট


rrr-20241004115106

পোলাও এর সঙ্গে মুরগির রোস্ট ছাড়া জমেই না। বাড়িতে অতিথি এলে কিংবা ঘরোয়া আয়োজনে এ পদ তৈরি না করলেই নয়। বিশেষ করে মুরগির রোস্ট সব আয়োজনেই রাখা হয়।


তবে স্বাদ বদলাতে এবার তৈরি করতে পারেন মুরগির ঘি রোস্ট। জেনে নিন রেসিপি-

উপকরণ

১. মুরগির মাংস ১ কেজি

২. টকদই আধা কাপ

৩. হলুদ গুঁড়া আধা চা চামচ

৪. লেবুর রস ১ টেবিল চামচ

৫. লবণ স্বাদমতো

৬. গুড় ২ টেবিল চামচ

৭. কারি পাতা ১ আঁটি

৮. ঘি ৬ টেবিল চামচ

৯. শুকনো মরিচ ৩টি

১০. আস্ত গোলমরিচ ৭-৮টি

১১. লবঙ্গ ৩টি

১২. মৌরি ১ চা চামচ

১৩. আস্ত ধনে দেড় টেবিল চামচ

১৪. আস্ত জিরা আধা চা চামচ

১৫. রসুন ৭-৮ কোয়া ও

১৬. তেঁতুল বাটা দেড় টেবিল চামচ

পদ্ধতি : একটি পাত্রে মুরগির মাংসের সঙ্গে টকদই, হলুদ গুঁড়া, লেবুর রস ও আধা চা চামচ লবণ দিয়ে ২-৩ ঘণ্টা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিন।

এরপর শুকনো মরিচ, মৌরি, জিরা, ধনে, লবঙ্গ ও আস্ত গোলমরিচ হালকা আঁচে ভেজে নামিয়ে ঠান্ডা করে নিন। এবার সব ভাজা মসলা গুঁড়া করে নিতে হবে।

তারপর একটি প্যানে ঘি গরম করে ম্যারিনেট করা মাংস ১০ মিনিট ভেজে নিন। কড়াইয়ে আবার ঘি গরম করে রসুন বাটা ফোঁড়ন দিন। এরপর তেঁতুলের ক্বাথে ভাজা মসলার গুঁড়া মিশিয়ে কড়াইতে ঢেলে দিন।

মসলা ভালো করে কষানো হলে ভেজে রাখা মাংস মিশিয়ে নিন। তারপর লবণ আর গুড় মিশিয়ে দিন। যতক্ষণ না মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে আসছে রান্না করে নিন।

মাংস সেদ্ধ হয়ে এলে একটি ছোট পাত্রে ঘিয়ে কারিপাতা ফোড়ন দিয়ে মাংসের উপর ঢেলে দিলেই তৈরি হয়ে যাবে মুরগির ঘি রোস্ট। নান, রুটি কিংবা পরোটার সঙ্গে দারুন মানিয়ে যাবে এই পদ।

এসএম