tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
প্রকাশনার সময়: ১৪ নভেম্বর ২০২১, ১৭:১৫ পিএম

একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশন শুরু হয়েছে


সংসদ.jpg

আজ রোববার (১৪ নভেম্বর) বিকেল ৪টায়জাতীয় সংসদ ভবনে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এই অধিবেশন শুরু হয়।


একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশন শুরু হয়েছে আজ।

আজ রোববার (১৪ নভেম্বর) বিকেল ৪টায়জাতীয় সংসদ ভবনে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এই অধিবেশন শুরু হয়।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, করোনা মহামারির মধ্যে অনুষ্ঠিত অন্য অধিবেশনগুলোর মতো এবারও স্বাস্থ্যবিধি মেনে সংসদ চলবে।

এক্ষেত্রে কোভিড-১৯ নেগেটিভ সনদ থাকা সংসদ সদস্যরাই অধিবেশনে যোগ দিতে পারবেন। প্রতিদিন ১০০-১২০ জন সংসদ সদস্যের উপস্থিতিতে বসবে সংসদের বৈঠক।

এই অধিবেশনের শেষের দিকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হবে।

স্পিকার শিরীন শারমিন চৌধুরী জানান, আগামী ২৪ ও ২৫ নভেম্বর যে কোন একদিন এ আলোচনায় ভাষণ দেবেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ।

আজকের অধিবেশনের শুরুতে স্পিকার প্রথমে সভাপতিমণ্ডলী মনোনয়ন করেন। এবার অধিবেশনে সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন- শামসুল হক টুকু, এবি তাজুল ইসলাম, নজরুল ইসলাম বাবু, কাজী ফিরোজ রশীদ ও বাসন্তী চাকমা।

স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে এদের মধ্যে অগ্রবর্তীজন অধিবেশনে সভাপতিত্ব করবেন।

এইচএন