নির্বাচনে জোট করার বিষয়ে যা বললেন কাদের
Share on:
নির্বাচনে বিরোধী পক্ষ জোট না করলে বিনা প্রয়োজনে আওয়ামী লীগ কোনো জোট করবে না বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শনিবার (২৫ নভেম্বর) দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, শরিক সংক্রান্ত সিদ্ধান্ত আমাদের এখনো হয়নি। আমরা এখনো ঠিক করিনি শরিকদের আসলে আমাদের প্রয়োজন আছে কিনা। কারণ জোটের বিপরীতে জোট, আমাদের প্রতিপক্ষের যদি বড় জোট করত, তাহলে তার বিপরীতে আমাদের জোট হতো। তা ছাড়া আমরা কেন অহেতুক জোট করতে যাব?
তিনি বলেন, প্রয়োজন না থাকলে তো জোট করব না। আর জোট করব যাদের নিয়ে তাদের তো মানুষের কাছে গ্রহণযোগ্যতা থাকতে হবে।
মনোনয়ন প্রসঙ্গে কাদের বলেন, নতুন পুরাতন মিলিয়ে আমরা মনোনয়ন দিচ্ছি এবং যেখানে পুরনোরা জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে সেগুলো নিয়ে নতুন করে আমাদের ভাবতে হবে।
এমএইচ