ঈদ আনন্দ সার্থক করতে প্রশাসনিক নিপীড়ন বন্ধ করুন: ড. মাসুদ
Share on:
ঈদ আনন্দ সার্থক করতে জনগণরে ওপরে রাজনৈতিক ও প্রশাসনিক নিপীড়ন বন্ধের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
বুধবার ( ১৯ এপ্রিল) ঢাকাস্থ বাউফল উপজলোবাসীর মাঝে ঈদ সামগ্রী উপহার প্রদানকালে তিনি এ আহ্বান জানান।
ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে আরও উপস্থতি ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য আব্দুস সালাম, শ্রমিক নেতা নজরুল ইসলাম, রাকিব হাসানসহ বাউফলরে শতাধিক ব্যক্তিবর্গ।
ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, 'আমরা আমাদের বাউফলে গিয়ে যেমন সবার খোঁজখবর রাখার চেষ্টা করছি, তেমনি রাজধানী ঢাকাসহ বাউফলের কোনো মানুষ যেখানেই থাকুন না কেনো আমরা তাদের ভালো-মন্দ অবস্থা সব সময় জানার চেষ্টা করে যাচ্ছি। বাউফলবাসী তিন লাখ জনগণ আমার পপরিবারের একটি অংশ। তাদরে খোঁজখবর রাখা আমার দায়ীত্ব বলে মনে করি। প্রত্যেক নাগরিক তার নিজ পরিবারের সাথে ঈদ আনন্দ উদযাপন করতে চাই। অথচ ঈদ উদযাপনের আগ মুহূর্তে অনেকেই মিথ্যা ও গায়েবি মামলার কারণে জুলুমের শিকার। আমি ক্ষমতাসীনদের আহ্বান জানাই অহেতুক হয়রানী করবেন না। ঈদ আনন্দ সার্থক করতে জনগণরে ওপরে এসব রাজনৈতিক ও প্রশাসনিক নিপীড়ন বন্ধ করুন।'
তিনি বলেন, আমি সর্বদা বাউফলবাসীর কাছে থাকার চেষ্টা করে আসছি। আমি দেখছি, অনেকেই ব্যবসা করেন, চাকরি করেন ইত্যাদি নানা কারণে এসব মানুষ ঢাকাসহ বিভিন্নস্থানে অবস্থান করেন। আপনারা জানেন, আমরা লক্ষ্য নির্ধারণ করেছি সমৃদ্ধ বাউফল গড়তে কাঙ্ক্ষিত নেতৃত্ব প্রতিষ্ঠা করার। এই কাজে আপনারা সকলে সহযোগী হবেন বলে প্রত্যাশা করি। প্রেস বিজ্ঞপ্তি
এমআই