tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ১৮ নভেম্বর ২০২২, ১৮:৫৫ পিএম

ইরাকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৫


63777e0588d24166877542963777e0588d32

ইরাকের উত্তরাঞ্চলে সুলাইমানিয়া শহরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১৫ জনের প্রাণহানি ঘটেছে। এ দুঘর্টনায় আহত হয় আরও ১৩ জন।


শুক্রবার দেশটির বেসামরিক সুরক্ষা বিভাগ জানিয়েছে, ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে ১০টি দল কাজ করেছে এবং ১৭ ঘণ্টার উদ্ধার অভিযান চালানো হয়েছে। খবর রয়টার্স।

সুরক্ষা বিভাগ আরও জানায়, বিস্ফোরণের পর ওই আবাসিক এলাকায় আগুন লেগে যায়। আগুনে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয় ও অন্তত পাঁচটি গাড়ি ভস্মীভূত হয়। টানা ১৭ ঘণ্টার উদ্ধার অভিযানের পর ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার একটি বাড়ির ছাদে বসানো রান্নার গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে এইু দুঘর্টনা ঘটে। এত অন্তত তিনটি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এছাড়াও অন্তত পাঁচটি গাড়ি ধ্বংস হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় তিন দিনের শোক ঘোষণা করেছেন সুলাইমানিয়া প্রদেশের গভর্নর হাভাল আবু বাকের।

উল্লেখ্য, অক্টোবরের শেষে ইরাকের রাজধানী বাগদাদে দুর্ঘটনাক্রমে গ্যাস পরিবহনকারী একটি ট্যাঙ্কার বিস্ফোরণে কমপক্ষে নয় জন নিহত এবং ১৩ জন আহত হয়। ২০২১ সালের এপ্রিলে বাগদাদের একটি হাসপাতালে ভুলভাবে সংরক্ষণ করা অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে আগুন লাগার ঘটনায় ৮০ জনেরও বেশি মানুষ মারা গিয়েছিল। সূত্র : আরব নিউজ

এন