সূচকের মিশ্র প্রবণতায় ডিএসইতে লেনদেন কমেছে
Share on:
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল রোববার চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে সিংহভাগ কোম্পানির শেয়ারের দরপতন অব্যাহত থাকার পাশাপাশি ডিএসইতে সূচকের মিশ্র প্রবণতা দেখা গেছে। একইসঙ্গে আগের দিনের চেয়ে গতকাল লেনদেন কমেছে। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র দেখা গেছে।
বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের ধারা অব্যাহত ছিল এবং দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ১৮ দশমিক ৯৮ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৩ শতাংশ বেড়ে ৫ হাজার ৬৫৮ দশমিক ১১ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৯ দশমিক ১৫ পয়েন্ট বা শূন্য দশমিক ৭২ শতাংশ বেড়ে ১ হাজার ২৭১ দশমিক ০৯ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ২ পয়েন্ট বা শূন্য দশমিক ০৯ শতাংশ কমে ২ হাজার ৬২ দশমিক ৯৩ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৪৮১ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৩০ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন ৪৯ কোটি ৫৩ লাখ টাকা কমেছে। এদিন ২০ কোটি ৬ হাজার ৪৭২টি শেয়ার ১ লাখ ৩৮ হাজার ৩০৩ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৯৭ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৩টির, কমেছে ২০৫টির এবং অপরিবর্তিত ছিল ৩৯টির দর।
গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে ওঠে আসে গ্রামীণফোন লিমিটেড। কোম্পানিটির ৩২ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ২৮ কোটি ৮৭ লাখ, ব্র্যাক ব্যাংক পিএলসির ২৬ কোটি ৪৮ লাখ, এমজেএল বাংলাদেশ লিমিটেডের ২৫ কোটি ৩ লাখ, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি ২৩ কোটি ৯৩ লাখ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির ২২ কোটি ৭২ লাখ, গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসির ১৮ কোটি ৬ লাখ, দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসির ১৬ কোটি ৮৩ লাখ, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১৫ কোটি ৭৭ লাখ, এডিএন টেলিকম লিমিটেডের ৮ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অন্যদিকে গতকাল ৯ দশমিক ৬২ শতাংশ শেয়ারদর বেড়ে টপটেন গেইনারের শীর্ষে ওঠে আসে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এর পরের অবস্থানে থাকা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির ৯ দশমিক ০৯ শতাংশ, প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেডের ৮ দশমিক ৫১ শতাংশ, দেশবন্ধু পলিমার পলিমার লিমিটেডের ৮ দশমিক ৪১ শতাংশ, শাইনপুকুর সিরামিকস লিমিটেডের ৮ দশমিক ২৭ শতাংশ, এডিএন টেলিকম লিমিটেডের ৭ দশমিক ৯৮ শতাংশ, আইসিবি অগ্রণী ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৭ দশমিক ০৪ শতাংশ, গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসির ৬ দশমিক ৯৪ শতাংশ, ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেডের ৬ দশমিক ১০ শতাংশ এবং এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-০১-এর ৫ দশমিক ৫৫ শতাংশ শেয়ারদর বেড়েছে।
অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ৩ দশমিক ৯৬ পয়েন্ট বা শূন্য দশমিক ০৪ শতাংশ কমে ৯ হাজার ৫৬৭ দশমিক ৩৭ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ২৭ দশমিক ৩৬ পয়েন্ট বা শূন্য দশমিক ১৭ শতাংশ কমে ১৫ হাজার ৭৬৫ দশমিক ৮৫ পয়েন্টে অবস্থান করে। গতকাল সিএসইসিতে মোট ২০৬ কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৭৫টির, কমেছে ১১৪টির এবং অপরিবর্তিত ছিল ১৭টির। সিএসইতে গতকাল লেনদেন হয়েছে ৮ কোটি ৭৫ লাখ টাকার, এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৩ কোটি ৩২ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল সিএসইতে ৪ কোটি ৫৭ লাখ টাকার লেনদেন কমেছে।
এফএইচ