পাথিরানার বিশ্বকাপ শেষ, ফিরলেন ম্যাথিউস
Share on:
দারুণ ব্যাটিং নৈপুণ্য দেখালেও বোলারদের ব্যর্থতায় জয় পাওয়া হচ্ছিল না শ্রীলঙ্কার। তার সঙ্গে বাড়তি হিসেবে যোগ হয় ক্রিকেটারদের চোট। যদিও হারের হ্যাটট্রিক করার পর চতুর্থ ম্যাচে তারা বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ পেয়েছে। তবে তাদের ডাগআউট হয়ে উঠেছে জীবন্ত এক হাসপাতাল। বিশ্বকাপ শুরুর আগে থেকেই লঙ্কানরা চোটের ধকল সামলাচ্ছে। এরপর মাঝপথে অধিনায়ক দাসুন শানাকার পর বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন তরুণ পেসার মাথিশা পাথিরানা।
তার চোটে কপাল খুলেছে অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউসের। তরুণ পেসারের বদলি হিসেবে তাকে দলে নিয়েছে শ্রীলঙ্কা। গতকাল (মঙ্গলবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই পরিবর্তনের অনুমোদন দেওয়ার খবর জানিয়েছে আইসিসির টেকনিক্যাল কমিটি।
দলে আগে থেকেই চোট হানা দেওয়ার পর জরুরি অবস্থায় অগ্রীম ট্র্যাভেলিং রিজার্ভ হিসেবে দুই ক্রিকেটারকে ভারতে ডেকে নেয় লঙ্কানরা। পেসার দুষ্মন্ত চামিরার সঙ্গে সেখানে ছিলেন ম্যাথিউসও। এবার তিনি সরাসরি মূল স্কোয়াডে ঢুকে গেলেন। গত জুনে সবশেষ ওয়ানডে খেলেছেন ৩৬ বছর বয়সী এই অলরাউন্ডার। শ্রীলঙ্কার হয়ে ২০১১, ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা রয়েছে তার। এর আগে তিনি ২০১৫ বিশ্বকাপে দলের অধিনায়ক ছিলেন।
🚨 Mathews approved as replacement for Pathirana in Sri Lanka squad 🚨
— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) October 24, 2023
The Event Technical Committee of the ICC Men’s Cricket World Cup 2023 has approved Angelo Mathews as a replacement for Matheesha Pathirana in the Sri Lanka squad.
Mathews, who has played 221 ODIs, was named… pic.twitter.com/AIx1GIpzuR
অন্যদিকে, হায়দরাবাদে গত ১০ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচে কাঁধে চোট পান পাথিরানা। যে কারণে অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসের বিপক্ষে পরের দুই ম্যাচ খেলতে পারেননি ২০ বছর বয়সী পেসার। তার আগে বিশ্বকাপ যাত্রা শেষ করা শানাকার পরিবর্তে দলে ঢোকেন চামিকা করুণারত্নে। এছাড়া লঙ্কানদের নেতৃত্বভার দেওয়া হয় কুশল মেন্ডিসের কাঁধে।
ইনজুরিতে পড়ার আগে পাথিরানার পারফরম্যান্স অবশ্য তেমন সুখকর ছিল না। দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের বিপক্ষে ১৯ ওভার বল করে তিনি ১৮৫ রান দিয়েছিলেন। ফলে তার ইকোনমি ছিল প্রায় ১০–এর কাছাকাছি। দুই ম্যাচে পেয়েছেন একটি করে উইকেট।
বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে একমাত্র জয় পেয়েছে সর্বশেষ এশিয়া কাপের রানার্সআপ শ্রীলঙ্কা। চার ম্যাচে স্রেফ একটি জিতে বর্তমানে পয়েন্ট টেবিলের ৮ নম্বরে রয়েছে শ্রীলঙ্কা। বেঙ্গালোরে আগামীকাল (বৃহস্পতিবার) তারা ইংল্যান্ডের মুখোমুখি হবে।
এনএইচ