tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ০৪ মে ২০২৩, ১৪:১১ পিএম

ইসরায়েলি সেনাদের গুলিতে তিন ফিলিস্তিনি নিহত


১

দখলকৃত পশ্চিমতীরের নাবলুসে তিনি ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। বৃহস্পতিবার (৩ মে) এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।


তিনজনের মধ্যে দুজনের দেহ গুলিতে ক্ষতবিক্ষত হয়ে গেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ‘দুজন শহীদের দেহের আকৃতি পুরোপুরি বিকৃত হয়ে গেছে। এ কারণে তাদের শনাক্ত করার বিষয়টি কঠিন হয়ে গেছে।’

এর আগে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছিল, তারা নাবলুসে কথিত অভিযান চালাচ্ছে।

নিহতরা এক ব্রিটিশ-ইসরায়েলি মা ও তার দুই মেয়েকে গুলি করে হত্যা করেছিল বলে দাবি করেছিল ইসরায়েল।

গত ৭ এপ্রিল পশ্চিমতীরে ইসরায়েলিদের অবৈধ বসতি হামরায় বন্দুকধারীর গুলিতে মা-মেয়েসহ তিনজন নিহত হন। ওই সময় পবিত্র আল-আকসা মসজিদের ভেতর ফিলিস্তিনি মুসল্লিদের সঙ্গে ইসরায়েলি দখলদার বাহিনীর সংঘর্ষ হয়েছিল। এর জেরে ইসরায়েলিদের ওপর হামলার ঘটনা ঘটে।

ইসরায়েলি সেনাবাহিনী এই তিন ফিলিস্তিনিকে হত্যার ব্যাপারে জানিয়েছে, বৃহস্পতিবার সকালে নাবলুসে অভিযানে যায় তারা। সেখানে এ তিনজনের সঙ্গে প্রচণ্ড গোলাগুলি হয়। তারা জানিয়েছে নিহতরা হলেন হাসান কাতনানি, মোয়াজ মারসি এবং ইব্রাহিম হুরা।

তবে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এখনো কারও নাম পরিচয় প্রকাশ করেনি।

দখলকৃত পশ্চিমতীরের নাবলুসে প্রায় প্রতি রাতে অভিযানে আসে ইসরায়েলি সেনারা। এ কারণে প্রতিদিনই কেউ না কেউ গুলিতে প্রাণ হারাচ্ছেন। সূত্র: এপি

এমআই