tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
খেলা প্রকাশনার সময়: ২০ অক্টোবর ২০২৩, ১৪:৩৫ পিএম

অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান


2

বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে পাকিস্তান। টস জিতে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।


শুক্রবার (২০ অক্টোবর) বেঙ্গালুরুর এম চিনাস্বামী ক্রিকেট স্টেডিয়ামে দুই দলের জন্যই এটি চতুর্থ ম্যাচ। এবারের আসরে প্রথম তিনটি ম্যাচের দুটিতেই জয় পেয়েছে পাকিস্তান। তবে তৃতীয় ম্যাচে ৭ উইকেটে হেরেছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে।

অপরদিকে তিন ম্যাচের দুটিতেই বাজেভাবে হেরেছে পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে হেরেছে স্বাগতিক ভারতের কাছে। দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিার কাছে ১৩৪ রানের ব্যবধানে হেরেছে প্যাট কামিন্সের দল। তবে তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে অসিরা। ৮৮ বল বাকি থাকতেই শ্রীলঙ্কার বিপক্ষে তুলে নিয়েছে ৫ উইকেটের দুর্দান্ত জয়।

আজকের ম্যাচে অস্ট্রেলিয়া হেরে গেলে সেমিফাইনালে যাওয়াটা তাদের জন্য অনেকটা জটিল হয়ে যাবে। কারণ শেষ চারে নিজেদের জায়গা নিশ্চিতে তাদের পরবর্তী সবগুলো ম্যাচ জিততে হবে। যা কঠিনই বটে। ফলে আজকের ম্যাচটি অস্ট্রেলিয়ার জন্য একটু বেশিই গুরুত্বপূর্ণ।

এমআই