প্রকাশনার সময়: ০৩ ডিসেম্বর ২০২১, ১৯:০৯ পিএম
নারীর সম্মতি ছাড়া বিয়ে নয়: তালেবান
Share on:
আফগানিস্তানের তালেবান সরকার নতুন একটি আদেশ জারি করেছে।
আফগানিস্তানের তালেবান সরকার নতুন একটি আদেশ জারি করেছে।
আদেশটিতে বলা হয়েছে, নারীদের সম্পত্তি হিসেবে বিবেচনা করা উচিত নয় এবং বিয়ের ক্ষেত্রে অবশ্যই তাদের সম্মতি লাগবে।
আজ শুক্রবার (৩ ডিসেম্বর) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, আদেশে নারী শিক্ষা বা তাদের বাড়ির বাইরে কাজ করা নিয়ে কিছু বলা হয়নি। নারীর অধিকার সমুন্নত রাখা নিয়ে তালেবান আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপের মধ্যে রয়েছে।
তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, নারী কোনো সম্পত্তি নয়, বরং একজন মহান ও স্বাধীন মানুষ।
শান্তির বিনিময়ে বা শত্রুতা শেষ করার জন্য কেউ নারীদের বিনিময় করতে পারে না।
এইচএন