দেশের সড়কগুলো যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে: মুজিবুর রহমান
Share on:
পদ্মসেতু এলাকায় সড়ক দুর্ঘটনায় এ পর্যন্ত ১৯ জন নিহত ও ২৫ জন আহত হওয়ায় গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ‘গাড়িচালকদের নিয়ন্ত্রণহীন ও বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণে প্রায় প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় বহু মানুষের প্রাণ চলে যাচ্ছে। দেশের সড়কগুলো যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। সরকার দেশের মানুষের জানমাল রক্ষায় ব্যর্থ।’
রোববার (১৯ মার্চ) এক শোক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘১৯ মার্চ রোববার সকালে খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস পদ্মা সেতুর আগে শিবচরের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এই ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এ পর্যন্ত ১৯ জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা খুবই গুরুতর। এ দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন আমি তাদের প্রতি গভীর শোক প্রকাশ করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, তিনি যেন নিহতদেরকে শহীদের মর্যাদা দান করেন। যারা আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, আমি মহান আল্লাহর কাছে তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।’
তিনি আরও বলেন, ‘এই ভয়াবহ সড়ক দুর্ঘটনার কারণ উদঘাটন করে যথাযথ ব্যবস্থাগ্রহণ, নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান এবং যারা গুরুতর আহত হয়েছেন তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।’ প্রেস বিজ্ঞপ্তি
এমআই