গরিব ও খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ান : প্রধানমন্ত্রী
Share on:
নিম্নবিত্ত ও খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠন, শুভানুধ্যায়ী এবং সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, সারা দেশে নিম্নবিত্ত, গরিব ও খেটে খাওয়া মানুষের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিন।
মঙ্গলবার (২৩ জুলাই) প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিবৃতিতে সরকারপ্রধান বলেন, কোটা আন্দোলন কেন্দ্র করে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ এবং কমপ্লিট শাটডাউন বলবৎ করার কারণে সারা দেশে সাধারণ মানুষের জীবন-জীবিকা অচল হয়ে পড়ে। পাশাপাশি বিএনপি-জামায়াত-শিবির সংঘবদ্ধভাবে মেট্রোরেল, এক্সপ্রেসওয়ে, বিটিভি ভবন, সেতু ভবন, দুর্যোগ ব্যবস্থাপনাসহ সরকারি-বেসরকারি স্থাপনা এবং বাড়িঘরে অগ্নিসংযোগ ও তছনছ করে। বাস-ট্রাকসহ সরকারি-বেসরকারি অসংখ্য যানবাহনে আগুন দিয়ে ধ্বংস করছিল। এ অবস্থায় জনগণের জানমালের নিরাপত্তা এবং জীবন জীবিকা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য ২০ জুলাই থেকে সাময়িকভাবে সান্ধ্য আইন (কারফিউ) জারি করতে বাধ্য হয় সরকার।
তিনি আরও বলেন, সান্ধ্য আইন জারির ফলে নিম্নবিত্ত খেটে খাওয়া মানুষের স্বাভাবিক কার্যক্রম সাময়িকভাবে বিঘ্নিত হচ্ছে। বিশেষ করে যারা প্রতিদিনের উপার্জনে সংসার নির্বাহ করেন যেমন রিকশাচালক, ভ্যানচালক, ফেরিওয়ালা, ক্ষুদ্র ব্যবসায়ী, দিনমজুর, পরিবহন শ্রমিকসহ নানা পেশার মানুষকে কষ্টের মুখে পড়তে হয়েছে। এমতাবস্থায় আমি আমার দল বাংলাদেশ আওয়ামী লীগ এবং সব সহযোগী সংগঠনের কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নেতাকর্মীদের ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।
শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা করোনাভাইরাস মহামারির সময় সাধারণ ক্ষতিগ্রস্ত মানুষের পাশে যেভাবে দাঁড়িয়েছিলেন, বর্তমান এই ক্রান্তিকালেও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সহায়তা করবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। পাশাপাশি আমি সমাজের বিত্তবানদের প্রতি অনুরোধ জানাই, আপনাদের আশপাশে গরিব-দুঃখী খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ান। তাদের প্রতি মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দিন।
এনএইচ