তথ্য পাচারের অভিযোগে ভারতে গ্রেফতার ২
Share on:
একাধিক সংবেদনশীল সামরিক তথ্য পাচারের অভিযোগে ভারতীয় ফ্রিলান্স সাংবাদিক বিবেক রঘুবংশী ও সাবেক নেভি কমান্ডার আশিস পাঠককে গ্রেফতার করেছে পুলিশ।
এছাড়া ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) সংক্রান্ত নানা প্রকল্পের ভেতরের কথাও পাচার করার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। অফিসিয়াল সিক্রেট অ্যাক্টে তাদের গ্রেফতার করা হয়।
তদন্তে জানা গেছে, এ ধরনের তথ্য ফাঁস হয়ে গেলে ভারতের সাথে অন্য দেশের সম্পর্কে প্রভাব পড়তে পারে।
মঙ্গলবার (১৬ মে) সন্ধ্যায় জেরা করার পর অফিসিয়াল সিক্রেট অ্যাক্টে ও অপরাধমূলক ষড়যন্ত্রের ধারায় তাদেরকে গ্রেফতার করা হয়।
হিন্দুস্তান টাইমসের রিপোর্ট অনুযায়ী, নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন একটি বৃহত্তর ষড়যন্ত্রের খোঁজ চলছে।
তবে এ ঘটনায় পাঠকের ভূমিকা কতদূরে সেটা এজেন্সির পক্ষ থেকে বলা হয়নি।
গত ডিসেম্বরে সিবিআই এ নিয়ে মামলা শুরু করেছিল।
মঙ্গলবার সিবিআইয়ের এক মুখপাত্র জানিয়েছেন, সাংবাদিক রঘুবংশী নানা ধরনের সংবেদনশীল তথ্য সংগ্রহ করতেন। ডিআরডিও প্রজেক্ট ও তাদের আপডেট, সশস্ত্র বাহিনীর কৌশল, তাদের পরিকল্পনা, বন্ধু দেশের সাথে ভারতের কথাবার্তা। সেসব তথ্য তিনি বিদেশের কাছে পাচার করতেন বলে অভিযোগ জানতে পারে সিবিআই। তারপরই তথ্য তালাশ শুরু হয়।
মূলত রঘুবংশী আমেরিকার একটি নিউজ পোর্টালে কাজ করতেন। সেখানে তিনি সামরিক ও মহাকাশ সংক্রান্ত নানা বিষয়ে লেখালেখি করতেন।
হিন্দুস্তান টাইমসের রিপোর্ট অনুসারে অপর এক কর্মকর্তা জানিয়েছেন, এ ঘটনায় একটা আন্তর্জাতিক বিষয় রয়েছে। সামরিক ক্ষেত্রে কী ধরনের প্রকাশ করা হয়েছে সেটা দেখা হচ্ছে।
এন