tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ০৮ অক্টোবর ২০২২, ০৮:৪৬ এএম

গোতাবায়া রাজাপাকসের বিরুদ্ধে মামলার অনুমতি


21

শ্রীলঙ্কার সর্বোচ্চ আদালত দেশটির সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের বিরুদ্ধে মামলা করার অনুমতি দিয়েছে।


শুক্রবার (৭ অক্টোবর) মামলাটির আবেদন করা একটি মানবাধিকার সংস্থা এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন।

একইসাথে সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে, সাবেক অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের সাবেক দুই কর্মকর্তার বিরুদ্ধেও মামলা চালিয়ে যাওয়ার ব্যাপারে সম্মতি দিয়েছে আদালত।

গত ৭ দশকের মধ্যে সবচেয়ে অর্থনৈতিক দুর্দশায় পতিত হওয়ার জন্য তাদেরকে দায়ী করে মামলাটি দায়ের করেছে অধিকার গ্রুপ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। মামলায় তাদের জবাবদিহিতার আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রসঙ্গত, অর্থনৈতিক দুর্দশার জন্য ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা রাজাপাকসে পরিবারকে দায়ী করে বেশ ক’দিন ধরে দেশজুড়ে বিক্ষোভের পর গত ১৩ জুলাই রাতে সস্ত্রীক দেশ ছাড়েন ৭৩ বছর বয়সী গোতাবায়া।

তখন চলমান সহিংসতার মধ্যে বিক্ষোভকারীরা গোতাবায়ার সরকারি বাসভবনও দখলে নিয়ে নেয়। যদিও পরবর্তীতে দেশে ফিরে এসেছেন তিনি।

এন