tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
সারাদেশ প্রকাশনার সময়: ২৬ নভেম্বর ২০২৪, ১৬:৫৭ পিএম

বর্তমান সরকার নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে : ধর্ম উপদেষ্টা


rangamati-20241126165311

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বর্তমান সরকার নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে। নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। ভোটার তালিকা হালনাগাদ করে প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ ঘোষণা করবেন।


তিনি আরও বলেন, এ দেশের জনগণ দীর্ঘদিন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আগামীতে যার ভোট যেন সে দিতে পারে সেই পরিবেশ তৈরি করা হচ্ছে। তিনি বৈষম্যহীন দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা কামনা করেন।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়ায় জামিয়তুশ শায়ক জমির উদ্দিন আল ইলামিয়া মাদরাসায় সংবর্ধনা ও শিক্ষা সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নানুপুর জামেয়া ইসলামী উবাইদিয়া মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ মাওলানা সালাউদ্দিন নানুপুরির সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার আতিকুর রহমান, হাটহাজারী মঈনুল ইসলাম মাদরাসার শিক্ষা পরিচালক মাওলানা জসিম উদ্দিন, জামিয়তুশ শায়ক জমির উদ্দিন আল ইলামিয়া মাদরাসার পরিচালক মাওলানা হেলাল উদ্দিনসহ প্রমুখ।

এসএম