tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
খেলা প্রকাশনার সময়: ১৩ জানুয়ারী ২০২৩, ২০:৫১ পিএম

জয় পেতে রংপুরের লক্ষ্য ১৩১


ট

একজন ব্যাটারও হাল ধরে খেলতে পারলেন না। ৯১ রানে ৭ উইকেট হারানো খুলনা টাইগার্সের জন্য লড়াকু পুঁজি পাওয়া কঠিন হয়ে গিয়েছিল। তবে শেষ পর্যন্ত টেনেটুনে ১৩০ রানের সংগ্রহ গড়ে অলআউট হয়েছে ইয়াসির আলি রাব্বির দল। অর্থাৎ জিততে হলে রংপুর রাইডার্সকে করতে হবে ১৩১।


জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে খুলনা। ইনিংসের দ্বিতীয় ওভারে তামিম ইকবাল ব্যক্তিগত মাত্র ১ রানে আজমতউল্লাহ ওমরজাইয়ের ফিরতি ক্যাচ হন।

এরপর দ্রুতই সাজঘরের পথ ধরেন শারজিল খান (১২ বলে ১২) আর হাবিবুর রহমান সোহান (১১ বলে ৪)। দুজনই হন বোল্ড, ওমরজাইয়ের বলে শারজিল আর রাকিবুল হাসানের বলেন সোহান। পঞ্চম ওভারে ১৮ রানে ৩ উইকেট হারায় খুলনা।

সেখান থেকে ৪২ বলে ৫৮ রানের একটি জুটি গড়েন ইয়াসির আলি রাব্বি আর আজম খান। মনে হচ্ছিল, ঘুরে দাঁড়াচ্ছে খুলনা। কিন্তু অধিনায়ক ইয়াসির ২২ বলে ২৫ করে আউট হওয়ার পর ফেরার পর ফের চাপে পড়ে দলটি।

দ্রুত সাজঘরে ফিরে যান সাব্বির রহমান (১)। এরপর ঝোড়ো ব্যাটিং চালানো আজম খানও (২৩ বলে ৩৪) স্পিনার রাকিবুল হাসানের শিকার হলে চ্যালেঞ্জিং পুঁজি গড়ার স্বপ্ন শেষ হয়ে যায় খুলনার।

৯১ রানে ৭ উইকেট হারানোর পর মোহাম্মদ সাইফউদ্দিন ১৮ বলে ২২ আর নাহিদুল ইসলাম ৮ বলে ১৫ রান করে দলকে সম্মানজনক একটা পুঁজি এনে দেন। ১৯.৪ ওভারে ১৩০ রানে অলআউট হয় খুলনা।

রংপুরের বোলারদের মধ্যে সবচেয়ে সফল রবিউল হক। ডানহাতি এই পেসার ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে একাই নেন ৪টি উইকেট।

এমআই