tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ০১ জুলাই ২০২৪, ১৭:৩৬ পিএম

নিজের নামে ইন্সটিটিউট স্থাপনে প্রধানমন্ত্রীর ‘না’


cabinet-brief

নিজের নামে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) সংক্রান্ত ইন্সটিটিউট স্থাপনে ‘না’ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাদারীপুরের শিবচরে শেখ হাসিনা ইন্সটিটিউট অব ফ্রন্টি‌য়ার টেকনোলজি নামে একটি প্রতিষ্ঠান স্থাপন করতে চায় আইসিটি বিভাগ। কিন্তু নিজের নামে প্রতিষ্ঠানটির নাম গ্রহণ না করায় প্রতিষ্ঠানটির নাম বদলে হচ্ছে ‘ইন্সটিটিউট অব ফ্রন্টি‌য়ার টেকনোলজি’।


সোমবার (১ জুলাই) মন্ত্রিসভার বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে এসব কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

ব্রিফিংয়ে তিনি জানান, নিজের নামে প্রতিষ্ঠান চান না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই তার নাম বাদ দিয়ে ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি (শিফট) আইন ২০২৪ এর খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।

আজ সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভায় এ অনুমোদেন দেয়া হয়। মন্ত্রিসভায় কার্যকরভাবে বাজেট বাস্তবায়নে মন্ত্রণালয়গুলোকে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

প্রসঙ্গত, ভবিষ্যতে নিজের নামে কোনো প্রকল্পের নামকরণ না করতে গত ৯ মে নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এ নির্দেশ দেন।

এ সময় মো. মাহবুব হোসেন বলেন, সব সরকারি কর্মকর্তা দুর্নীতিগ্রস্ত নয়। হাতেগোনা কয়েকজন কর্মকর্তা দুর্নীতি করে। সরকার দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কার্পণ্য করে না।

মন্ত্রিপরিষদ সচিব জানান, দুর্নীতি প্রমাণ হওয়ার পরও ছেড়ে দেয়া হয়েছে এমন কোনো ঘটনা দেখাতে পারলে ব্যবস্থা নেয়া হবে। দুদক ও আদালত যেভাবে কাজ করে মন্ত্রিপরিষদ বিভাগ সেভাবে কাজ করে না। মন্ত্রিপরিষদ বিভাগ কাউকে কারাগারে পাঠাতে পারে না।

এমএইচ