পিটিআইর ‘শেষ ডাক’ শেষ হয়নি, যা বললেন গান্দাপুর
Share on:
খাইবার পাখতুনখোয়া (কেপি) মুখ্যমন্ত্রী আলি আমিন গান্দাপুর জানিয়েছেন, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর আন্দোলন (শেষ ডাক) এখনও চলছে।
কেবল ইমরান খানই এটি শেষ করার সিদ্ধান্ত নিতে পারবেন।
বুধবার মানসেহরায় এক প্রেস কনফারেন্সে কেপি মুখ্যমন্ত্রী এ কথা বলেন।
এর আগে, বুধবার ভোরে পিটিআই একটি ‘অস্থায়ী স্থগিতাদেশ’ ঘোষণা করে। কারণ মধ্যরাতের ক্র্যাকডাউনে আইনশৃঙ্খলা বাহিনী সফলভাবে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
এ নিয়ে প্রেস কনফারেন্সে গান্দাপুর বলেন, পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের উদ্যোগে শুরু হওয়া এই বিক্ষোভ কেবল একটি রাজনৈতিক আন্দোলন নয়। এটি পাকিস্তানের ভবিষ্যতের জন্য একটি বৃহত্তর লড়াই।
তিনি দাবি করেন, পিটিআই একটি অহিংস ও শান্তিপূর্ণ দল হলেও সরকার তাদের বিরুদ্ধে দমনমূলক পদক্ষেপ নিচ্ছে। যার মধ্যে রয়েছে অবৈধ গ্রেফতার, বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতা এবং শান্তিপূর্ণ সমাবেশের ওপর নিষেধাজ্ঞা।
গন্দাপুর বলেন, ‘ইমরান খান যতক্ষণ বলবেন, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। এটি কেবল একটি রাজনৈতিক বিক্ষোভ নয়, এটি আমাদের মৌলিক অধিকার আদায়ের লড়াই’।
‘সরকার যত বাধাই দিক না কেন, এই আন্দোলন চলবে’ জানিয়ে কেপি মুখ্যমন্ত্রী বলেন, কারণ এটি পাকিস্তানের নাগরিকদের মর্যাদা রক্ষা এবং মৌলিক স্বাধীনতার জন্য একটি বৃহত্তর সংগ্রামের অংশ।
গান্দাপুর এ সময় আন্দোলনের কর্মীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘আমি আমাদের কর্মীদের ত্যাগের জন্য স্যালুট জানাই। এটি শুধু আজকের জন্য নয়, বরং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংগ্রাম’।
তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত ইমরান খান এটি শেষ করার ডাক না দেবেন, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চালু থাকবে এবং এটি ভবিষ্যতের জন্য বাঁচিয়ে রাখা হবে। সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন
এনএইচ