tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ০৫ মার্চ ২০২৩, ১৯:১২ পিএম

সীতাকুন্ডে এবং রাজধানীর সাইন্সল্যাবে বিস্ফোরণে নিহত ১০, জামায়াতের শোক প্রকাশ


shok-songbad

চট্টগ্রামের সীতাকুন্ডে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এবং রাজধানী ঢাকার সাইন্সল্যাব এলাকার আরেকটি বিস্ফোরণের ঘটনায় মোট ১০ জন লোক নিহত ও ৭৫ জন গুরুতর আহত হওয়ায় গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।


রোববার (৫ মার্চ ) শোক বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর বলেন, “৪ মার্চ (শনিবার) বিকেলে চট্টগ্রামের সীতাকুন্ডে কদমরসূল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সীমা অক্সিজেন লিমিটেড নামের একটি কারখানায় বিকট শব্দে হঠাৎ বিস্ফোরণ ঘটে। শিল্পে ব্যবহৃত অক্সিজেন উৎপাদনের এই কারখানায় বিস্ফোরণে কেঁপে ওঠে কারখানার আশপাশের অন্তত এক বর্গকিলোমিটার এলাকা। বিস্ফোরণে লোহার পাত প্রায় আধা কিলোমিটার দূর পর্যন্ত উড়ে যায়। এই ভয়াবহ বিস্ফোরণে ৭ জন লোক নিহত ও ২৫ জন লোক গুরুতরভাবে আহত হয়েছেন।

এদিকে ৫ মার্চ (রোববার) বেলা পৌণে ১১টার দিকে রাজধানী ঢাকার সাইন্সল্যাব এলাকার একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ৩ জন নিহত ও অর্ধ-শতাধিক লোক গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

শোক বিবৃতিতে তিনি আরো বলেন, মর্মান্তিক এসব বিস্ফোরণের ঘটনায় যারা নিহত হয়েছেন আমি তাদের প্রতি গভীর শোক প্রকাশ করছি এবং তাদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান রাব্বুল আলামীনের কাছে দোয়া করছি তিনি যেন তাদেরকে শহীদের মর্যাদা দান করেন। যারা মারাত্মকভাবে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আমি মহান আল্লাহ তাআলার কাছে তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।

এসব ভয়াবহ বিস্ফোরণ ঘটনার কারণ উদঘাটন করে যথাযথ ব্যবস্থা গ্রহণ, নিহতদের পরিবারগুলোকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান এবং এই ভয়বহ ঘটনায় যারা গুরুতর আহত হয়েছেন তাদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।”

এন