tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ১১ মার্চ ২০২৪, ১৭:২৯ পিএম

গাজা ইস্যুতে বাইডেনের বক্তব্য প্রত্যাখ্যান নেতানিয়াহুর


image-783586-1710154948

গাজা ইস্যুতে বাইডেনের দেওয়া এই বক্তব্য প্রত্যাখ্যান করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।


গাজা যুদ্ধে ইসরাইলের দৃষ্টিভঙ্গি ‘দেশটিকে সাহায্য করার চেয়ে বেশি ক্ষতি করছে’ বলে মন্তব্য করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাতকারে ইসরাইলকে উদ্দেশ করে তিনি আরও বলেছিলেন, ‘গৃহীত পদক্ষেপের ফলস্বরূপ নিরাপরাধ প্রাণ হারানোর বিষয়ে আরও মনোযোগ দিতে হবে’।

রোববার পলিটিকোকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি বাইডেনের মন্তব্যকে ‘ভুল’ বলে অভিহিত করেছেন।

সাক্ষাতকারে নেতানিয়াহু বলেন, ‘যদি তিনি (বাইডেন) বোঝাতে চান যে, আমি সংখ্যাগরিষ্ঠের বিরুদ্ধে ব্যক্তিগত নীতি অনুসরণ করছি, সংখ্যাগরিষ্ঠ ইসরাইলিদের ইচ্ছা এবং এটি ইসরাইলের স্বার্থে আঘাত করছে, তাহলে উভয় ক্ষেত্রেই তিনি ভুল’।

বরং তার নীতিগুলো ‘ইসরাইলের বেশির ভাগ জনগণ সমর্থন করেন’ বলে জানান নেতানিয়াহু। বলেন,‘হামাসের বাকি সদস্যদের ধ্বংস করার জন্য আমি যে পদক্ষেপ নিচ্ছি তা এ দেশের জনগণ সমর্থন করে’।

নেতানিয়াহু আরও বলেন, ‘ইসরাইলের সংখ্যাগরিষ্ঠ জনগণ আগের মতো ঐক্যবদ্ধ এবং তারা বোঝে ইসরাইলের জন্য কী ভালো’।

এসএম