tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ০৫ নভেম্বর ২০২২, ১১:৫৩ এএম

মুসলিম ব্রাদারহুড নেতা ইব্রাহিম মুনির ইন্তেকাল


144

মিসরের মুসলিম ব্রাদারহুডের ভারপ্রাপ্ত নেতা ইব্রাহিম মুনির যুক্তরাজ্যে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৫ বছর।


ব্রাদারহুড এক বিবৃতিতে জানিয়েছে, লন্ডনে শুক্রবার (৪ নভেম্বর) সকালে নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন। তিনি নির্বাসনে বসবাস করছিলেন।

ব্রাদারহুডের উপনেতা মোহাম্মদ ইজ্জাত ২০২০ সালে কারারুদ্ধ হলে মুনির দলটির ভারপ্রাপ্ত প্রধান হন। দলের চেয়ারম্যান মোহাম্মদ বাদাইসহ হাজার হাজার নেতাকর্মী ২০১৩ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে কারাগারে আছেন।

মুনির ১৯৫০ ও ১৯৬০-এর দশকে দুবার ১০ বছর মিসরে কারারুদ্ধ ছিলেন। তিনি ৪০ বছর ধরে নির্বাসিত জীবনযাপন করছেন।

গত জুলাই মাসে এক সাক্ষাতকারে তিনি বলেছিলেন, ব্রাদারহুড এখনো মিসরে বিপুলভাবে জনপ্রিয় হলেও এখনই ক্ষমতার জন্য নতুন করে সংগ্রাম শুরু করবে না। সূত্র : মিডলইস্ট আই।

এন