রতন টাটার মৃত্যু, যা বললেন সাবেক ‘প্রেমিকা’ সিমি
Share on:
ভারতের ধনকুবে রতন টাটা গত বুধবার মধ্যরাতে মারা গেছেন। বেশ কিছু দিন মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ শিল্পপতি।
দেশের শিল্প জগতের অনন্য রত্ন ছিলেন রতন টাটা। দীর্ঘ কর্মজীবন। যদিও জীবনযাপনে তেমন কোনো বাহুল্য ছিল না তার।
ভারতের মহীরুহ শিল্পপতির ব্যক্তিগত জীবন নিয়েও বেশ চর্চা হয়েছে বিভিন্ন সময়। তিনি ছিলেন চিরকুমার। জানা গেছে, জীবনে চার বার প্রেমে পড়েছিলেন এ চিরকুমার। তবে বিয়ে করা হয়নি তার। আজীবন অবিবাহিত ছিলেন। সঙ্গী ছিল তার পোষ্যেরা।
একসময় অভিনেত্রী সিমি গারেওয়ালের সঙ্গে নাকি প্রণয় সম্পর্কে জড়ান শিল্পপতি। বেশ কয়েক বছর সেই সম্পর্ক থাকলেও শেষমেশ তা পরিণতি পায়নি। তবে তাদের বন্ধুত্ব ছিল অটুট। তাই রতন টাটার প্রয়াণ যেন মেন নিতে পারছেন না এ অভিনেত্রী।
রতন টাটার সঙ্গে তার সম্পর্কের যে ‘দীর্ঘ ইতিহাস’ রয়েছে, সে কথা নিজেই জানালেন সিমি। এ অভিনেত্রী বলেন, ও দারুণ মজার মানুষ ছিল। নিপাট ভদ্রলোক। অর্থ কখনই ওর চালিকাশক্তি ছিল না। শিল্পপতির চলে যাওয়া যেন বিশ্বাস করতে পারছেন না তিনি।
গতকাল বৃহস্পতিবার (১০ অক্টোবর) সামাজিকমাধ্য ফেসবুকে একটি পোস্টে সিমি গারেওয়াল লিখেছেন—ওরা বলছে, তুমি চলে গেছ। তোমার অনুপস্থিতি সহ্য় করা খুব কঠিন... বড্ড কঠিন... বিদায় বন্ধু।
প্রেম ভেঙে গেলেও সিমির শো ‘রাঁদেভু উইথ সিমি’-তে প্রথম অতিথি হয়ে এসেছিলেন রতন টাকা। সেখানেই সিমি তাকে জিজ্ঞেস করেন, কেন বিয়ে করেননি তিনি? এর উত্তরে রতন টাটা বলেছিলেন, ‘সেই সময় খুব বেশি মাত্রায় কাজে নিয়োজিত ছিলাম। বেশ কয়েকবার বিয়ে করার কথা ভেবেও ছিলাম কিন্তু তা বাস্তবায়িত হয়নি।
এনএইচ