tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
খেলা প্রকাশনার সময়: ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ২১:১০ পিএম

টসের সিদ্ধান্ত প্রত্যাহার, ভারত মাঠে না ফিরলে চ্যাম্পিয়ন বাংলাদেশ


bangladesh-football-20240208210522

টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী সাডেন ডেথ চলবে। শ্রীলঙ্কার ম্যাচ কমিশনার ডি সিলভা ডিলান সাডেন ডেথে ১১-১ গোলে সমতা হওয়ার পর টসের সিদ্ধান্ত নেন৷


টস নেয়ার সময় বাংলাদেশ দল আপত্তি করেনি৷ টস হারার পর বাংলাদেশ আপত্তি তুলে। ম্যাচ কমিশনার তখন নিজের সিদ্ধান্তে অনড় থাকে। বাংলাদেশ আপত্তি চালিয়ে যায়৷ সাফ ও অন্যদের সাথে আলোচনার পর ম্যাচ কমিশনার পুনরায় সাডেন ডেথের কথা বলেন। এতে ভারত আপত্তি জানায়।

ভারত সেই প্রতিবাদ জানিয়ে মাঠ ছাড়ে। রেফারি ৩০ মিনিট অপেক্ষা করছে। বাইলজ অনুযায়ী এখন ভারত মাঠে না ফিরলে বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে পারে।

১১-১১ সমতা হওয়ার পর রেফারি ও সহকারী রেফারি খানিকটা দ্বিধান্বিত ছিল। ম্যাচ কমিশনার টাচলাইনের কাছাকাছি এসে রেফারিদের ডাকেন। তখন টসের কথা বলেন। দুই দল টসে যান। সেই টসে ভারত জিতে।

সাফের ফুটবলে এ রকম ঘটনা আর ঘটেনি৷ বাংলাদেশের ফুটবলে এমন ঘটনা ছিল। সেখানে দুই দল মিলে ২০ এর অধিক শট নিয়েছিল।

এসএম