কোন একটি দলের জন্য নির্বাচন আটকে থাকবে না : পরিকল্পনামন্ত্রী
Share on:
পৃথিবীর সব দেশের সব দল নির্বাচনে অংশ নেয় না, সব জনগণও ভোট দিতে যায় না, তাই বলে নির্বাচন আটকে থাকে না।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বিএনপি জনগণের কাছে ভোটের জন্য না গিয়ে আমেরিকা, লন্ডনে গিয়ে ক্ষমতায় বসানোর জন্য কান্নাকাটি করে। এতে কোনো লাভ হবে না।
আশারকান্দি ইউনিয়নের ষড়পল্লী উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে তিনি আরও বলেন, বিএনপির জনগণের প্রতি আস্থা নেই। তাই তারা বিকল্প পথে ক্ষমতায় যেতে চায়। তারা ক্ষমতায় যেতে জনরায়ের প্রতি আস্থা হারিয়ে হরতাল, অবরোধ, জ্বালাও-পোড়াও শুরু করেছে।
পৃথিবীর কোনো দেশে নির্বাচনে অংশ না নিয়ে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় যেতে এসব জ্বালাও-পোড়াও করে না।
আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনকে নিজের জীবনের শেষ নির্বাচন বলে মন্তব্য করেন এম এ মান্নান। তিনি সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য পদে তাঁকে ভোট দেওয়ার অনুরোধ জানান।
আমার বয়স হয়েছে। মাঝেমধ্যে অসুখ-বিসুখে ধরে। এটাই আমার জীবনের শেষ নির্বাচন। তাই বিশেষ বিবেচনা করবেন। ভুলত্রুটি হলে ক্ষমা করবেন।
এম এ মান্নান, পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য
আশারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনিয়ন ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইয়ুব খান সমাবেশে সভাপতিত্ব করেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সিদ্দিক আহমেদ, জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ।
দুপুরে নির্বাচনী এলাকার আরেক উপজেলা শান্তিগঞ্জের রথপাড়া ও শত্রুমর্দনের মানুষের সঙ্গে মতবিনিময় করেন পরিকল্পনামন্ত্রী। সেখানে আগামী নির্বাচনকে নিজের শেষ নির্বাচন বলে জানান তিনি।
তিনি বলেন, ‘আমার বয়স হয়েছে। মাঝেমধ্যে অসুখ-বিসুখে ধরে। এটাই আমার জীবনের শেষ নির্বাচন। তাই বিশেষ বিবেচনা করবেন। ভুলত্রুটি হলে ক্ষমা করবেন।’
শান্তিগঞ্জ উপজেলার রথপাড়া ও শত্রুমর্দন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করার কথা ছিল পরিকল্পনামন্ত্রীর।
কিন্তু নির্বাচনী আচরণবিধির প্রতি সম্মান জানিয়ে তিনি আনুষ্ঠানিক উদ্বোধন না করে স্থানীয় লোকজনের সঙ্গে মতবিনিময় করেন।
পরিকল্পনামন্ত্রী এ সময় বলেন, ‘মানুষ বোঝে শেখ হাসিনার সরকার কাজের সরকার। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। আমাদের ভাটি অঞ্চলে অনেক উন্নয়নকাজ হয়েছে, যা কেউ অস্বীকার করতে পারবে না।
যারা ঢিল মারে, আগুন জ্বালায়, অবরোধ দেয়, রাস্তাঘাটে সিএনজি (অটোরিকশা) ভাঙে, তারাও এটি অস্বীকার করতে পারবে না। যা দেখা যায়, সেটা কীভাবে অস্বীকার করবে। সড়ক, সেতু, ঘরে ঘরে বিদ্যুৎ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, গ্রামে গ্রামে হাজার হাজার টিউবওয়েল ও স্যানিটেশন,
কমিউনিটি ক্লিনিকে বিনা মূল্যে ওষুধ প্রদানসহ সব ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। সব সরু সেতু ভেঙে বড় করা হচ্ছে। আওয়ামী লীগের সরকার, শেখ হাসিনার সরকারের এই উন্নয়ন কেউ অস্বীকার করতে পারবে না।’
এম এ মান্নান বলেন, ‘আমরা ভাটির মানুষ, গ্রামের মানুষ। আমরা জানি, আমাদের প্রকৃত দরদি শেখ হাসিনা। সুতরাং আমাদের নিজের স্বার্থে দরকার শেখ হাসিনার সরকার। আরও সড়ক, আরও সেতু, আরও হাসপাতাল, আরও স্কুল, মাদ্রাসা, মসজিদ, মন্দির গোরস্থান, শ্মশান এগুলো তো আমরা চাই।
সে জন্য আগামী নির্বাচনে আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে নির্বাচিত করতে হবে। আর শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিলে আমাকে বিবেচনা করবেন। কারণ, এটাই আমার জীবনের শেষ নির্বাচন।’
উপস্থিত মুরব্বিদের প্রতি অনুরোধ জানিয়ে পরিকল্পনামন্ত্রী আরও বলেন, ‘আপনারা গ্রামে বসবাস করেন, আপনারা গ্রামের নেতা, আপনাদের কথা মানুষ শুনে ও বিশ্বাস করে। আপনারা সত্য কথাটা মানুষকে জানাবেন। কারও কুপরামর্শে আমরা নিজের ক্ষতি করব না।’
এ সময় শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর, সাধারণ সম্পাদক হাসনাত হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।