tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ২২ মে ২০২৪, ১৮:২৯ পিএম

ধৈর্য ধরো, বিচার হবে : আনারের মেয়েকে বলেছেন প্রধানমন্ত্রী


mumtaarin_pherdaus_ddrin_1

ভারতে গিয়ে হত্যাকাণ্ডের শিকার ঝিনাইদহ-৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, তুমি বলেছিলে আমি চেষ্টা করে খুঁজে পেয়েছি। ধৈর্য্য ধরো তুমি। বিচার হবে।


বুধবার (২২ মে) বিকেল সোয়া তিনটার দিকে মুমতারিন ফেরদৌস ডরিন তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা লিখেছেন।

ফেসবুক স্ট্যাটাসে ডরিন লেখেন, ‘আমি আমার বাবার হত্যার বিচার চাই। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বলছেন তুমি বলেছিলে আমি চেষ্টা করে খুঁজে পেয়েছি। ধৈর্য্য ধরো তুমি। বিচার হবে।’

ডরিনের এ পোস্টে শারমিন শরিফ নামের একজন লিখেছেন, ‘শুধু ফেসবুকে দেখেই যতটুকু বুঝেছি আনার ভাইয়ের মত একজন এমপি পাওয়া সৌভাগ্যের ব্যাপার, এই হত্যাকাণ্ডের সাথে যে বা যারাই জড়িত তাদের খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাই।’ আব্রাহাম আহমেদ বাদল লিখেছেন, ‘ওনি একজন জনপ্রিয় নেতা ছিলেন। ওনার হত্যার সঠিক বিচারের দাবি জনাচ্ছি।’

মো. কামরুজ্জামান লিখেছেন, ‘সঠিক তদন্ত করে খুনিদের বিচারের আওতায় এনে উপযুক্ত শান্তি দেওয়া হোক। কোন নিরপরাধ মানুষকে যেন ফাঁসানো না হয়।’

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আজ বুধবার (২২ মে) রাজধানীর ধানমণ্ডিতে নিজ বাসভবনে সাংবাদিকদের বলেন, ‘আমাদের ঝিনাইদহের একজন সংসদ সদস্য গত ১২ মে চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন। ভারতে যাওয়ার দুদিন পর থেকে আমরা আর তার খোঁজখবর পাইনি। তার মেয়ে উদ্বিগ্ন হয়ে আমাদের জানায়। আমাদের পুলিশ ঘটনাটি নিয়ে ভারতীয় পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছিল।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমরা আজকে সকালে সুনিশ্চিত হয়েছি। ভারতীয় পুলিশ আমাদের জানিয়েছে, তিনি (আনোয়ারুল আজিম) খুন হয়েছেন। ইতোমধ্যে ভারতীয় পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে আমাদের পুলিশ এই হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকার সন্দেহে তিনজনকে আটক করেছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তদন্ত চলছে।

এমএইচ