গুপ্তচর-বিশ্বাসঘাতকদের খুঁজে বের করার নির্দেশ পুতিনের
Share on:
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যদের সীমান্তে নিরাপত্তা জোরদার, বিশ্বাসঘাতক এবং গুপ্তচরদের খুঁজে বের করে তাদের মূল উৎপাটন করার নির্দেশ দিয়েছেন।
সোমবার (১৯ ডিসেম্বর) রাশিয়ায় নিরাপত্তা সেবা দিবস পালিত হয়। এদিন নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রতি এমন নির্দেশনা দেন পুতিন। বহিঃবিশ্ব এবং অভ্যন্তরীণ বিশ্বাসঘাতকদের নির্মূলে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগের আহ্বান জানান তিনি।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম টাস নিউজ জানিয়েছে, পুতিন নিরাপত্তা বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে বলেছেন, ‘সামরিক গোয়েন্দা, অন্যান্য গোয়েন্দা বাহিনীর সদস্যদের এখন সর্বোচ্চ মনোযোগ এবং সংযম প্রয়োজন।’
তিনি আরও বলেছেন, ‘বিদেশি গোয়েন্দাদের অপতৎপরতা বন্ধ করা, দ্রুত সময়ে বিশ্বাসঘাতক, গুপ্তচর ও নাশকতাকারীদের চিহ্নিত করার জন্য এটি প্রয়োজন। রাশিয়ার সীমান্তের নিরাপত্তাও আরও জোরদার করতে হবে।’
তিনি আরও বলেছেন, ‘সীমান্ত লঙ্ঘন ও নাশকতা ঠেকাতে আমাদের যে শক্তি আছে তার সর্বোচ্চটা প্রয়োগ করতে হবে।’
এছাড়া রাশিয়া ইউক্রেনের যেসব অঞ্চল অধিগ্রহণ করেছে সেসব অঞ্চলের বাসিন্দাদের নিরাপত্তাও নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট। তিনি বলেছেন, তাদের (অধিকৃত অঞ্চলের বাসিন্দাদের) স্বাধীনতা ও অধিকার নিশ্চিতে সর্বোচ্চটা দেয়া আপনাদের দায়িত্ব।’
এদিকে গত কয়েকদিন রাশিয়ার মূল ভূখণ্ড ও অধিকৃত অঞ্চলে অবস্থিত রাশিয়ার সেনা ও অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে ইউক্রেনের সেনারা। এসব ঘটনার মাঝেই এমন মন্তব্য করলেন রুশ প্রেসিডেন্ট। সূত্র: আল জাজিরা
এমআই