পুনর্বাসনের আগে উচ্ছেদ নয় দাবিতে রাজধানীতে সড়ক অবরোধ
Share on:
রাজধানীর মহাখালীতে সড়ক অবরোধ করেছেন সাততলা বস্তির বাসিন্দারা। পুনর্বাসনের আগে উচ্ছেদ না করার দাবিতে এ সড়ক অবরোধের কারণে তেজগাঁও, মতিঝিল, গাজীপুরগামী যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।
সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মহাখালী কাঁচাবাজার এলাকায় 'পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ চলবে না' এমন একটি ব্যানার হাতে নিয়ে সড়কে নামেন শতাধিক বস্তিবাসী।
সাততলা বস্তির বাসিন্দারা জানান, এই সাততলা বস্তিই তাদের একমাত্র থাকার জায়গা। কোনো ধরনের পুনর্বাসন ছাড়াই আজ বস্তি থেকে তাদের উচ্ছেদ করা হচ্ছে। যার কারণে এসব মানুষকে এখন খোলা আকাশের নিচে থাকতে হবে। তাই পুনর্বাসন ছাড়া তাদের যেন উচ্ছেদ না করা হয় সে দাবিতে বস্তিবাসী রাস্তায় নেমেছেন।
বিষয়টি নিশ্চিত করে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম মিয়া বলেন, ‘কিছু বস্তিবাসী সড়ক নেমেছে। তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।’
এছাড়া ডিএমপির বনানী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফিরোজ আল মাসুম বলেন, উচ্ছেদের প্রতিবাদে সাততলা বস্তির বাসিন্দারা সকালে থেকে মহাখালীতে সড়ক অবরোধ করে রেখেছেন। পুনর্বাসন ছাড়া উচ্ছেদ তারা মেনে নেবেন না উল্লেখ করে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
তিনি আরও বলেন, বস্তিবাসীর অবরোধের কারণে মহাখালী এলাকায় চলাচল বন্ধ রয়েছে। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা সর্বাত্মক চেষ্টা করছি।
এন