tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ২৯ ডিসেম্বর ২০২৩, ২১:৪৬ পিএম

সারাদেশে এক হাজার ১৫১ প্লাটুন বিজিবি মোতায়েন


bgd-1-20231229211112

নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সারাদেশে এক হাজার ১৫১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ঢাকা সেক্টরে ১৫১ প্লাটুন বিজিবি সার্বক্ষণিক যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করবে।


সাধারণ মানুষের মাঝে আস্থা বাড়াতে বিজিবি কাজ করবে বলে জানিয়েছেন ঢাকা বিভাগের সেক্টর কমান্ডার কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন। তিনি বলেন, ভোটাররা নিরাপদে ভোটকেন্দ্রে আসবেন সেটাই আমরা আশা করছি। অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তায় কাজ করবো।

শুক্রবার (২৯ ডিসেম্বর) রাতে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আবু মোহাম্মদ মহিউদ্দিন।

কমান্ডার কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন বলেন, আমরা নির্বাচন কমিশনের নির্দেশনায় ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত নিয়োজিত থাকবো। ঢাকা সেক্টরের ৯ জেলায় বিজিবি স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবো। যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষম আমরা। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবো।

নির্বাচনের আগে টহলে কোনো প্রতিবন্ধকতা আছে কি না জানতে তিনি বলেন, আপনারা দেখেছেন তেজগাঁওয়ে ট্রেনে আগুনসহ নাশকতার ঘটনা ঘটেছে। বিজিবি সার্বক্ষণিক মোতায়েন রয়েছে। সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের নির্দেশনায় আমরা কাজ করছি। তবে ছোটখাটো যদি কোনো হুমকি আসে, আপনারা দেখেছেন গত নির্বাচনে কিছু স্থানে নাশকতা হয়েছে, যেহেতু আমরা নিরাপত্তায় কাজ করছি। আশা করি সুষ্ঠু ও সুন্দর নির্বাচনে নিরাপদ পরিবেশে ভোটাররা ভোট দিতে আসবেন।

ঢাকা সেক্টরের বিষয়ে কর্নেল মহিউদ্দিন বলেন, রাজধানীসহ ঢাকার ৯টি জেলার ৫১টি আসনের গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি সার্বক্ষণিক মোতায়েন রয়েছে। এরমধ্যে শুধুমাত্র ঢাকার মধ্যে ১৩টি বেইস ক্যাম্পের মাধ্যমে ৫০ প্ল্যাটুন নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। এছাড়া রাজধানীসহ ৯ জেলায় ১৫১ প্ল্যাটুন বিজিবি মোতায়েন হয়েছে। মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ জেলার কিছু দুর্গম এলাকা রয়েছে সেখানেও বিশেষ ব্যবস্থায় নিরাপত্তা ব্যবস্থা করা হবে।

এমএইচ