tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
স্বাস্থ্য প্রকাশনার সময়: ০৩ এপ্রিল ২০২৩, ১০:০৮ এএম

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে


করোনা

বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনা মহামারিতে আগের দিনের তুলনায় মৃত্যু ও শনাক্ত রোগীর সংখ্যা কমেছে। এ সময় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা নেমেছে একশোর নিচে।


সোমবার (৩ এপ্রিল) সকালে ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৮ জন। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৮ লাখ ৩২ হাজার ২৪০ জনে।

ভাইরাসটিতে এ সময় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৫৯৭ জন। করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮ কোটি ৪০ লাখ ৬৬ হাজার ৫৬৩ জনে।

গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনা ভাইরাসে সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এ সময় দেশটিতে নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৭২৪ জন এবং মারা গেছেন ৪ জন। করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৮ লাখ ৩৯ হাজার ৫৫১ জন এবং মৃত্যু হয়েছে ৩৪ হাজার ২৭৪ জনের।

এদিকে গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৫৯১ জন এবং মারা গেছেন ৩১ জন। করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ২৬ লাখ ৫৬ হাজার ১২৬ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৭ হাজার ৩১২ জনের।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ১ হাজার ১১১ জন এবং মারা গেছেন ৪ জন। করোনা মহামারিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এ পর্যন্ত ১০ কোটি ৬২ লাখ ৪৯ হাজার ৭৪৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১১ লাখ ৫৫ হাজার ৩২৩ জন মারা গেছেন।

একই সময়ে ইন্দোনেশিয়ায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৪০৩ জন এবং মারা গেছেন ৪ জন।

জাপানে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ২৯০ জন এবং মারা গেছেন ১৪ জন। এতে মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত ৩ কোটি ৩৪ লাখ ৬৯ হাজার ১৪৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭৩ হাজার ৯৫৩ জন মারা গেছেন।

একই সময়ে ফিলিপাইনে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩০৫ জন এবং মারা গেছেন ৬ জন।

ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৬ হাজার ২৭ জন। এতে মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত ৩ কোটি ৯৮ লাখ ৬ হাজার ২৮২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৬৫ হাজার ৬৭৮ জন মারা গেছেন।

এ সময় ইসরায়েলে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২১৭ জন এবং মারা গেছেন ৫ জন।

প্রসঙ্গত, ২০১৯ সালে চীনের উহানে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

এন