tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ১৫ নভেম্বর ২০২৩, ২০:১৩ পিএম

তফসিল ঘোষণা করে জনগণকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছে: অলি আহমদ


অলি

সরকার নির্বাচনের তফসিল ঘোষণার মাধ্যমে জনগণকে জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করেছে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ।


তিনি বলেছেন, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে পুরো জাতিকে ঐক্যবদ্ধভাবে ঘুরে দাঁড়াতে হবে। যুবসমাজকে এগিয়ে আসতে হবে। দেশকে রক্ষা করতে হবে।

আগামী ৭ জানুয়ারি ভোটের দিন রেখে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণে তিনি এ তফসিল ঘোষণা করেন। এর প্রতিক্রিয়ায় এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ প্রথম আলোকে তাঁর প্রতিক্রিয়া জানান।

অলি আহমদ বলেন, বিগত ১৫ বছর যাবৎ দেশে গণতন্ত্র নেই। কর্তৃত্ববাদী সরকার দেশ পরিচালনা করছে। বর্তমান সিলেকশন কমিশন (নির্বাচন কমিশনকে বুঝিয়েছেন)

বাংলাদেশে উত্তর কোরিয়া, চীন, রাশিয়ার মতো একনায়কতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম করে দিয়েছে। এর মধ্য দিয়ে আর ন্যূনতম মনুষ্যত্ব থাকল না।