tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
স্বাস্থ্য প্রকাশনার সময়: ১৬ জানুয়ারী ২০২৩, ০৯:১৩ এএম

ডেঙ্গু : দেশে আরও এক মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২২


Dengue1

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ২২ জন।


রোববার (১৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ১২০ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন র‌য়েছেন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৪৮ জন এবং অন্যান্য বিভাগে ৭২ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন।

নতুন বছ‌রের ১৫ দি‌নে ডেঙ্গু-আক্রান্ত হয়ে সারাদেশে ৩৯৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ১৮৭ জন এবং ঢাকার বাইরে ২১২ জন চিকিৎসা নেন।

অপরদিকে, চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ২৭৬ জন। এর মধ্যে ঢাকায় ১৩৯ ও ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ১৩৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।বর্তমান বছরের ১৫ দি‌নে ডেঙ্গুতে এ পর্যন্ত মারা গে‌ছেন ৩ জন।

এন