হাসপাতালে গিয়ে চিকিৎসককে পেলেন না স্বাস্থ্যমন্ত্রী
Share on:
সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেন্টু পুরকায়স্থকে পাননি স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত না হওয়ায় এ সময় তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
দুইদিনের সফরে বুধবার (৬ মার্চ) সকালে সিলেট পৌঁছান ডা. সামন্ত লাল সেন। পরে জৈন্তাপুর ও বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন তিনি। রেন্টু পুরকায়স্থকে বরখাস্তের নির্দেশের পাশাপাশি আরও যারা সঠিক সময়ে কর্মস্থলে উপস্থিত ছিলেন না, তাদের বিষয়েও তদন্ত করে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।
দুই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে বিভিন্ন ওয়ার্ডে সেবার মান ও বহিঃবিভাগ ঘুরে দেখেন ডা. সামন্ত লাল সেন। বিশ্বনাথ উপজেলা কমপ্লেক্স পরিদর্শনের পরে গণমাধ্যমকে তিনি জানান, দেশের স্বাস্থ্য সেবায় মূল সমস্যা জনবল সঙ্কট। জনবল সঙ্কটসহ স্বাস্থ্য খাতের অন্যান্য সমস্যা দ্রুত নিরসনে কাজ করা হচ্ছে।
উল্লেখ্য, স্বাস্থ্যমন্ত্রীর নানাবাড়ি বিশ্বনাথ উপজেলার দিঘলি গ্রামে। মন্ত্রী হওয়ার পর সিলেট গিয়ে প্রথমবারের মতো নানা বাড়িতেও গেলেন তিনি। নানাবাড়িতে প্রবেশ করার সাথে সাথে ফুল দিয়ে স্বাস্থ্যমন্ত্রীকে বরণ করে নেন আত্মীয় ও পাড়া-প্রতিবেশীরা। এরপর পূর্ব পুরুষদের স্মরণে পারিবারিক শ্মশানে যান সামন্ত লাল সেন। সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তাদের প্রতি। পরে পরিবারের সদস্য ও নেতাদের দুপুরের আহার সারেন।
এসএম