জাহাঙ্গীর আলমের মৃত্যুতে সেলিম উদ্দিনের শোক প্রকাশ
Share on:
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের মোহাম্মদপুর মধ্য থানার রুকন, বায়োফার্মা লিমিটেড এর ডিস্টিবিউশন হেড জাহাঙ্গীর আলম গত ৩ সেপ্টেম্বর শনিবার সকাল ১০ টায় ভারতের ভেলোরের সিএমসি হাসপাতালে ইন্তিকাল করেছেন-ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তার বয়স হয়েছিল ৪৬ বছর।
মরহুম দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত হয়ে সেখানে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তার গ্রামের বাড়ী কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার উত্তরশ্যামপুর গ্রামে। ভারত থেকে জাহাঙ্গীর আলমের মরদেহ গ্রামের বাড়ী পৌঁছলে আজ বাদ আছর গ্রামের বাড়ীতে জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়েছে।
শোকবাণী :
জাহাঙ্গীর আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন।
এক শোকবাণীতে মহানগরী আমীর বলেন, ‘মরহুম জাহাঙ্গীর আলম ছিলেন ইসলামী আন্দোলনের একজন অকূতোভয় সৈনিক। তার মৃত্যুতে আমরা একজন সহযোদ্ধাকে হারালাম’।
মহানগরী আমীর মরহুমের রূহের মাগফিরাত কামনা করে তাকে জান্নাত দানের জন্য মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করেন। তিনি তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের ধৈর্যধারণের তাওফিক কামনা করেন। (প্রেস বিজ্ঞপ্তি)
এইচএন