tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ০৬ মার্চ ২০২৪, ২০:৩৮ পিএম

গাজায় সংঘাতের অবসান পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান


hasan-mahmud

গাজার সংঘাতের অবসান ঘটাতে এবং ফিলিস্তিনি জনগণের মানবাধিকার নিশ্চিত করতে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য দেশগুলোর প্রতি বিকল্প ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।


মঙ্গলবার (৫ মার্চ) সন্ধ্যায় সৌদির জেদ্দায় ফিলিস্তিনি জনগণের উপর ইসরায়েলের আগ্রাসনের বিষয়ে ওআইসির ১৯তম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এক্সট্রাঅর্ডিনারি সেশনে বক্তৃতাকালে এ আহ্বান জানান হাছান মাহমুদ।

সেশনে বক্তৃতায় ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করে তিনি ফিলিস্তিনিদের মৌলিক প্রয়োজনীয়তা নিশ্চিত করতে ইসলামিক ফিন্যান্সিয়াল সেফটি নেটের ওপর জোর দেন। এছাড়া, মানবিক করিডোর উন্মুক্ত রাখার বিষয়টি নিশ্চিত করে অবিলম্বে যুদ্ধবিরতিরও আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী।

এর আগে, ওআইসি সচিবালয়ে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী এবং ওআইসি মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী।

এসএম