tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ০২ জুন ২০২৪, ১৯:২০ পিএম

দিনশেষে একপশলা বৃষ্টিতে ভিজল রাজধানী


image-93246-1717334495
একপশলা বৃষ্টিতে ভিজল রাজধানীর কিছু কিছু এলাকা। পুরোনো ছবি

সারা দিন প্রচণ্ড গরম থাকলেও দিনশেষে সন্ধ্যায় স্বস্তির বৃষ্টি দেখেছে রাজধানীবাসী। এতে তপ্ত নগরীতে শীতলতা নেমে এসেছে।


রোববার (২ জুন) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর কারওয়ান বাজার, নিউমার্কেট, যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকায় এ বৃষ্টি দেখা যায়।

হঠাৎ বৃষ্টিতে জনজীবনে কিছুটা স্বস্তি মিললেও কিছুটা ভোগান্তিতে পড়েছেন ভ্রাম্যমাণ দোকানি, পথচারীরা। এ সময় বৃষ্টির কারণে বিভিন্ন এলাকায় ফুটপাতের বিক্রেতাদের দোকান গুটিয়ে নিতে দেখা যায়।

অফিস ছুটির পর গণপরিবহনের অপেক্ষায় থাকা চাকরিজীবীরা জানান, বিকেল ৬টায় অফিস শেষ হয়। এরপর সবারই মেট্রোরেল ধরার একটা চাপ থাকে। এরইমধ্যে বৃষ্টিতে কাকভেজা হয়ে গেছে সবাই।

এর আগে, রাত ১টার মধ্যে দেশের ৮ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা এবং সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম ও উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এনএইচ