tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ২১ জুলাই ২০২৩, ১৬:৩৪ পিএম

কোরআন অবমাননায় সুইডিশ দূতকে ডাকবে সৌদি


4

পবিত্র কোরআন শরীফ অবমাননার ঘটনায় সুইডিশ দূতকে ডাকার ঘোষণা দিয়েছে সৌদি আরব। সংবাদমাধ্যম আল আরাবিয়া বৃহস্পতিবার (২০ জুলাই) জানিয়েছে, সুইডিশ দূতের কাছে কোরআন অবমাননার প্রতিবাদ এবং যারা এমন কাজ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হবে।


সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘উগ্রপন্থীদের পবিত্র কোরআন অবমাননার আনুষ্ঠানিক অনুমতি দেওয়ার এবং তাদের দায়িত্বজ্ঞানহীন কর্মকান্ডের কঠোর প্রতিবাদ জানায় সৌদি।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, এই ধরনের কর্মকান্ডকে সৌদি ‘বিশ্বের সকল মুসলিমদের অনুভূতিকে উস্কে দেওয়ার সামিল’ মনে করে।

সুইডিশ দূতকে ডেকে ‘এ ধরনের মর্যাদাহানিকর কাজ— যা সব ধর্মীয় শিক্ষা, আন্তর্জাতিক আইন এবং শাসনকে শঙ্কায় ফেলছে— বন্ধ করতে তাৎক্ষণিক ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হবে।’

সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, যেসব কর্মকাণ্ড ধর্মীয় বিদ্বেষ ছড়ায় সেগুলোর বিরুদ্ধে তারা।

জুনের শেষ সপ্তাহে পবিত্র ঈদুল আজহার দিন সুইডেনের রাজধানী স্টকহামের সবচেয়ে বড় মসজিদের সামনে কোরআন শরীফে আগুন লাগিয়ে পবিত্র এ ধর্মগ্রন্থকে অবমাননা করেন এক উগ্রবাদী। কোরআন অবমাননা করার আগে পুলিশের কাছ থেকে লিখিত অনুমোদন নেন তিনি।

এ ঘটনার পর বিশ্বের সব মুসলিম দেশ সুইডেনের সমালোচনা করে। গতকাল বৃহস্পতিবার ইরাকে অবস্থিত সুইডিশ দূতাবাসে হামলা ও অগ্নিসংযোগ করেন সাধারণ বিক্ষোভকারীরা। সূত্র: আল আরাবিয়া

এমআই