tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
সারাদেশ প্রকাশনার সময়: ২৭ মে ২০২২, ১৯:৪৪ পিএম

সাতক্ষীরায় কালবৈশাখী ঝড়ে ঘরবাড়ি বিধ্বস্ত


ঘর

সাতক্ষীরার উপকূলীয় উপজেলা শ্যামনগরে ঘূর্ণিঝড়ে বেশকিছু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। শুক্রবার (২৭ মে) দুপুর ২টার দিকে উপজেলার ইশ্বরীপুর ইউনিয়নে আকস্মিক ঘূর্ণিঝড়টি আঘাত হানে। এতে প্রায় ১৯টি কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।


খাগড়াঘাট গ্রামের বাসিন্দা মোমিনুর রহমান জানান, দুপুর পৌনে ২টার দিকে আকস্মিক ঘূর্ণিঝড় শুরু হয়। এতে গ্রামে ১৯টির মতো কাঁচা ঘরবাড়ি ভেঙে পড়েছে। এ ছাড়া মুরগির খামার ও ক্লাবঘরের ক্ষয়ক্ষতি হয়েছে।

ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম শুকুর আলী জানান, হঠাৎ ঝড়ে ঈশ্বরীপুর গ্রামে তিনটি, খাগড়াঘাট গ্রামে ছয়টি ও গোমানতলী গ্রামে ১০টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। হঠাৎ এ ঝড়ে ১৯টি পরিবার গৃহহীন হয়ে পড়েছে।

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আকতার হোসেন বলেন, এটা অবিশ্বাস্য মনে হচ্ছে। কোনোকিছু বুঝে উঠতে পারেনি কেউ। হঠাৎ ঝড়ে মানুষের ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ঝড়টি অন্য কোথাও হয়নি। ওই এলাকাটির ওপর দিয়ে গেছে।

দূর থেকে কেউ বুঝতেই পারেনি। ইতোমধ্যে ক্ষতিগ্রস্থ এলাকায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে পাঠানো হয়েছে। তিনি ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করছেন। ক্ষতিগ্রস্থ এসব মানুষদের সরকারিভাবে সহযোগিতা করা হবে।

এমআই