tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
খেলা প্রকাশনার সময়: ০৬ মে ২০২৪, ০৯:০০ এএম

আর্জেন্টিনাকে প্রথম বিশ্বকাপ জেতানো কোচ মেনত্তির জীবনাবসান


footbaoll-1_20240506_072021831

১৯৭৮ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো কোচ সিজার লুইস মেনত্তি মারা গেছেন। ৮৫ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন তিনি।


সোমবার (৬ মে) আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এক বিবৃতিতে মেনত্তির মৃত্যুর খবর জানিয়েছে।

লিওনেল মেসির জন্মশহর রোজারিওতে ১৯৩৮ সালে জন্ম হয়েছিল মেনত্তির। ১৯৬৩ থেকে ১৯৬৮ পর্যন্ত আর্জেন্টিনার জার্সি গায়ে মাত্র ১১ ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন এই স্ট্রাইকার।

খেলা ছাড়ার পর ৩৭ বছরের কোচিং ক্যারিয়ারে ১১টি ক্লাব ও দুটি দেশের জাতীয় দলের কোচের ভূমিকা পালন করেছেন। ১৯৭৪ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত ছিলেন নিজের দেশ আর্জেন্টিনার কোচের দায়িত্বে। এছাড়াও এক বছর মেক্সিকোর কোচের দায়িত্ব পালন করেছিলেন।

১৯৭৮ সালে আর্জেন্টিনাকে প্রথম বিশ্বকাপ শিরোপা জেতান এই কিংবদন্তি। আর্জেন্টিনাকে প্রথম বিশ্বকাপ জেতানোর পরের বছর দেশের অনূর্ধ্ব-২০ দলকেও জিতিয়েছেন যুব বিশ্বকাপ। মেনত্তির হাত ধরেই আর্জেন্টিনার খেলার ধরন বদলে যায়।

মেনোত্তির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন লিওনেল মেসি। ইনস্টাগ্রামে আর্জেন্টাইন এই তারকা ফুটবলার লিখেছেন, ‘আমাদের ফুটবলের অন্যতম গ্রেট উদাহরণ আমাদের ছেড়ে চলে গেছেন। তার পরিবার এবং প্রিয়জনদের প্রতি সমবেদনা। শান্তিতে ঘুমান।’

এনএইচ