tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ২৪ অগাস্ট ২০২২, ২০:৫৪ পিএম

মুক্তি লাভের পর মাওলানা শামসুল ইসলামকে পুনরায় গ্রেফতারে জামায়াতের প্রতিবাদ


জামাত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি মাওলানা আনম শামসুল ইসলাম উচ্চ আদালত থেকে সকল মামলায় জামিন লাভের পর কারাগার থেকে মুক্তি লাভের আগে পুনরায় নতুন মামলা দিয়ে আটক রাখার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।


বুধবার এক বিবৃতি প্রকাশের মাধ্যমে তিনি এ প্রতিবাদ জানান।

বিবৃতি তিনি বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি মাওলানা আনম শামসুল ইসলাম দেশের সর্বোচ্চ আদালত থেকে সকল মামলায় জামিন প্রাপ্ত হন। ২৪ আগস্ট তিনি কারাগার থেকে মুক্ত হওয়ার আগ মুহূর্তে পুনরায় তাকে পটিয়া থানার একটি মিথ্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। এর মাধ্যমে সরকার আনম শামসুল ইসলামের ওপর চরম জুলুম করেছে। তিনি নানা জটিল রোগে আক্রান্ত। সরকার তাকে আটক রেখে তার মৌলিক অধিকারের ওপর নগ্ন হস্তক্ষেপ করেছে। যা আইন ও সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

এ ছাড়াও তিনি বলেন, ‘এ সরকার অব্যাহতভাবে মানবাধিকার লঙ্ঘণ করছে। এতে আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংগঠন ও প্রতিষ্ঠান উদ্বেগ প্রকাশ করেছে। কিন্তু সরকার সে দিকে কর্ণপাত না করে তার দলন-পীড়ন ও স্বৈরাচারী আচরণ অব্যাহত রেখেছে। এর মাধ্যমে সরকার মূলত দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। অবিলম্বে মাওলানা আনম শামসুল ইসলামসহ গ্রেফতারকৃত জামায়াতে ইসলামীর সকল নেতা-কর্মীদের নিঃশর্তভাবে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।’ প্রেস বিজ্ঞপ্তি

এমআই