tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
শিক্ষা প্রকাশনার সময়: ২৭ অক্টোবর ২০২২, ২০:৫১ পিএম

ভিকারুননিসার গভর্নিং বডির নির্বাচন স্থগিত


635

রাজধানীর ঐতিহ্যবাহী বিখ্যাত শিক্ষা পরিবার ভিকারুননিসা নূন স্কুল অ‌্যান্ড কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিত করা হয়েছে। চলতি বছরের ৪ নভেম্বর এই নির্বাচন হওয়ার কথা ছিল।


বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় (শিক্ষা শাখা) থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা যায়।

ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং গভর্নিং বডি নির্বাচনের প্রিজাইডিং অফিসার শাহনাজ সুলতানা সাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে ভিকারুননিসা নূন স্কুল অ‌্যান্ড কলেজের গভর্নিং বডি নির্বাচন- ২০২২ এর সব কার্যক্রম স্থগিত করা হলো।

জানা যায়, ভিকারুননিসা নূন স্কুল অ‌্যান্ড কলেজের এক শিক্ষার্থীর অভিভাবক ভোটার তালিকা তৈরিতে অনিয়ম হয়েছে দাবি করে নির্বাচনে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি চেয়ে আদালতে আবেদন করেছিলেন। সেই পরিপ্রেক্ষিতে ঢাকার সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক সিনিয়র সহকারী তানিয়া শর্মী নির্বাচনে স্থিতি অবস্থা জারি করেন।

ভিকারুননিসা নুন স্কুল ও কলেজ ঢাকার বেইলি রোডে অবস্থিত বাংলাদেশে মেয়েদের একটি স্বনামধন্য স্কুল।

১৯৫২ সালে তৎকালীন পাকিস্থানের পূর্ব পাকিস্তান প্রদেশের (বর্তমানে স্বাধীন বাংলাদেশ) গভর্নর ফিরোজ খান নুনের সহধর্মিনী ভিকার উন নিসা নূন ঢাকায় মেয়েদের একটি আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান শুরু করার লক্ষ্যে স্কুলটি প্রতিষ্ঠা করেন ও তার নামানুসারেই স্কুলটির নামকরণ করা হয়েছে।

ভিকারুননিসা স্কুলের সাথে ক্ষেত্রবিশেষে উপমহাদেশের ইতিহাসের সংযোগ রয়েছে। এটি এখন বাংলাদেশের নামকরা স্কুলগুলোর মধ্যে অন্যতম।

এন