tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ২৫ অগাস্ট ২০২৪, ১৯:৩৬ পিএম

গাজা যুদ্ধে ৭০০ সেনা হারালো ইসরায়েল


gaza-20240825193114

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে চলমান গাজা যুদ্ধে ইসরায়েলের ৭০০ সেনা নিহত হয়েছেন। রোববার (২৫ আগস্ট) ৭০০তম সেনা হিসেবে ২০ বছর বয়সী অমিত তাদিকোভের নাম ঘোষণা দখলদার ইসরায়েল।


অমিত তাদিকোভ গতকাল শনিবার গাজার দক্ষিণাঞ্চলে বোমা বিস্ফোরণে নিহত হন। তিনি প্যারাট্রুপার ব্রিগেডের ১০১তম ব্যাটালিয়নের সদস্য ছিলেন।

গতকাল দক্ষিণাঞ্চলে ফিলিস্তিনি গোষ্ঠীর হামলায় আরেক সেনা গুরুতর আহত হন বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের তথ্য অনুযায়ী, শুক্রবার আলাদা দুটি ঘটনায় চার সেনা নিহত হন। তারা গাজা সিটির জেইতুনে বোমা বিস্ফোরণে প্রাণ হারান।

ইসরায়েলি সেনাবাহিনী আরও জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত ৪ হাজার ৩৫০ সেনা আহত হয়েছেন। যারমধ্যে ২ হাজার ২২৯ জন স্থল যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

আরবী সংবাদমাধ্যম অ্যারাবি২১ এক প্রতিবেদনে জানিয়েছে, দখলদার ইসরায়েল নিহত সেনাদের প্রকৃত সংখ্যা আড়াল করছে। নিহতের সংখ্যা আরও বেশি বলে ধারণা অনেকের।

প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, হামাস প্রতিদিনই ইসরায়েলি সেনাদের আহত ও নিহত হওয়ার তথ্য জানাচ্ছে। কিন্তু ইসরায়েলি কর্তৃপক্ষ এগুলো চেপে যাচ্ছে।

এদিকে ইসরায়েলের হামলায় গাজায় এখন পর্যন্ত ৪০ হাজার ৪০৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৯৩ হাজার ৪৬৮ জন।

ইসরায়েলের নির্বিচার বোমা হামলায় গাজা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এতে করে সেখানকার মানুষ পড়েছেন মানবিক বিপর্যয়ে।

এফএইচ