রাশিয়া-ইউক্রেন যুদ্ধে কেউই জয়ী হবে না : জাতিসংঘ
Share on:
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ১০০ দিন উপলক্ষে শুক্রবার (৩ মে) দেওয়া এক বিবৃতিতে জাতিসংঘের পক্ষ থেকে বলা হচ্ছে, রাশিয়া বা ইউক্রেন কেউই এ যুদ্ধে জয় পাবে না।
এতে শুধু মানুষের জানমালেরই ক্ষতি হবে। খবর আল জাজিরা।
ইউক্রেন বিষয়ক জাতিসংঘের সংকট সমন্বয়কারী আমিন আওয়াদ একটি বিবৃতিতে বলেন, এ যুদ্ধে কোনো বিজয়ী নেই এবং হবেও না। বরং আমরা ১০০ দিন ধরে জীবন, বাড়ি, চাকরি এবং সম্ভাবনা হারাতে দেখেছি।
বিবৃতিতে আমিন আওয়াদ আরও বলেন, এই যুদ্ধ মানুষের ওপর অগ্রহণযোগ্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। নাগরিক জীবনের সমস্ত দিককে গ্রাস করেছে। আমরা শহর এবং গ্রাম জুড়ে ধ্বংস দেখছি। স্কুল, হাসপাতাল, আশ্রয়কেন্দ্রগুলোও ধ্বংস হয়েছে।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি লুক্সেমবার্গের এমপিদের বলেছেন, তার দেশের প্রায় ২০ শতাংশ ভূখণ্ড এখন রাশিয়ার হাতে।
এমআই