tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ০৪ জানুয়ারী ২০২২, ০৯:১৮ এএম

মক্কা-মদিনায় ফের বিধিনিষেধ


kaba_tawaff.jpg

করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের বিস্তার ঠেকাতে সৌদি আরব সরকার মক্কা ও মদিনায় আবারও সামাজিক দূরত্বের বিধান আরোপ করেছে।


করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের বিস্তার ঠেকাতে সৌদি আরব সরকার মক্কা ও মদিনায় আবারও সামাজিক দূরত্বের বিধান আরোপ করেছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে বিবিসি জানায়, এই দুটি জায়গায় (মক্কা ও মদিনা) নামাজি এবং উমরাহ্‌ পালনকারী সবার জন্য এসব বিধিনিষেধ প্রযোজ্য হবে।

সব দর্শনার্থীকে মাস্ক পরতে হবে। সৌদি সরকার ঘরের ভেতরে এবং বাইরে সব জায়গায় মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক করেছে।

এর সঙ্গে মিলিয়ে মক্কা ও মদিনাতেও একই বিধান চালু করা হয়েছে। করোনা আক্রান্তের সংখ্যা সৌদি আরবে অনেক বেড়ে গেছে বলেও খবরে জানানো হয়।

গত বুধবার সে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় ৭৪৪ জনের শরীরে করোনা শনাক্ত করেছে। গত বছর আগস্টের পর এটি ছিল সবচেয়ে বেশি করোনা আক্রান্তের সংখ্যা।

করোনা শুরুর পর থেকে সৌদি আরবে এ পর্যন্ত ৫ লক্ষ ৫৪ হাজার রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছে ৮,৮৭৪ জন।

গত রবিবার সরকার ঘোষণা করেছে, ১লা ফেব্রুয়ারি থেকে দোকানপাট, শপিং সেন্টার এবং রেস্তোরাঁয় যেতে চাইলে সব সৌদি নাগরিক কিংবা সে দেশে বসবাসকারী ও দর্শনার্থীকে কোভিড বুস্টারের সনদ দেখাতে হবে। সূত্র: বিবিসি।

এইচএন