tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
শিক্ষা প্রকাশনার সময়: ১২ অগাস্ট ২০২৪, ১১:৩০ এএম

এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভিসির পদত্যাগ


image-836966-1723439160

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) উপাচার্য অধ্যাপক ড. আবু তাহের নিজের পদ থেকে অব্যাহতি চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ বরাবর একটি চিঠি পাঠিয়েছেন। রোববার রাতে তিনি হাতে লেখা এ পত্রটি পাঠান।


এতে বলা হয়েছে, আমি গত ২০ মার্চ চবির উপাচার্য পদে যোগদান করি। চবির চলমান পরিস্থিতিতে আমাকে উপাচার্যের দায়িত্ব পালন হতে অব্যাহতি প্রদান করে আমার মূল বিভাগ চবির ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর (গ্রেড-১) পদে যোগদানের অনুমতি প্রদান করতে অনুরোধ করছি।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কেএম নুর আহমদ বলেন, উপাচার্যকে নিয়োগ দিয়েছেন আচার্য। তাই অব্যাহতির বিষয়টিও তিনিই দেখবেন। রোববার রাতেই তিনি পত্রটি পাঠিয়েছেন।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই একের পর এক বিশ্ববিদ্যালয়ের ভিসি ও অন্যান্য গুরুত্বপূর্ণ পদের ব্যক্তিরা পদত্যাগ করছেন।

এনএইচ